বাংলার দায়িত্বে কৈলাস বিজয়বর্গীয়, জানিয়ে দিল বিজেপি

তাঁর সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসাবে থাকবেন অরবিন্দ মেনন ও অমিত মালভিয়া।

Updated By: Nov 13, 2020, 10:15 PM IST
বাংলার দায়িত্বে কৈলাস বিজয়বর্গীয়, জানিয়ে দিল বিজেপি

নিজস্ব প্রতিবেদন- বাংলায় সরাসরি দল পরিচালনা করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এমনই শোনা যাচ্ছিল। দিলীপ ঘোষ ও মুকুল রায়-কৈলাস বিজয়বর্গীয় লবির গোষ্ঠীকোন্দল ও মনোমালিন্যে বিরক্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই বাংলায় বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব থেকে কৈলাস বিজয়বর্গীয়কে সরানোর খবরও হাওয়ায় ভাসছিল। শোনা যাচ্ছিল, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাসকে বাংলা থেকে নজর সরিয়ে তাঁর নিজের রাজ্য মধ্যপ্রদেশে বেশি সময় দিতে বলেছে। কিন্তু শেষমেশ সেসব কিছুই হচ্ছে না। বিজেপির তরফে জানানো হয়েছে, বাংলার পর্যবেক্ষকের দায়িত্বে বহাল থাকছেন কৈলাস বিজয়বর্গীয়। তাঁর সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসাবে থাকবেন অরবিন্দ মেনন ও অমিত মালভিয়া। 

আরও পড়ুন-  বাংলায় আসছেন আসাউদ্দিন, কীভাবে সামাল? পৃথক বৈঠকে কংগ্রেস-সিপিএম

এদিন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়ে দেন, বাংলার পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব সামলাবেন কৈলাস বিজয়বর্গীয়ই। বিধানসভা নির্বাচনের আগে কোনোভাবেই যাতে দলের অন্দরমহল গোষ্ঠীকোন্দলে জেরবার না হয় সেদিকেই নজর রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের আগে যাতে দল কোনোভাবেই দিকভ্রষ্ট না হয় সেদিকেই নজর অমিত শাহ, জেপি নাড্ডাদের। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়কে দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে রাজ্য বিজেপিতে মুকুল রায়ের আধিপত্য বৃদ্ধি পাবে বলে দলের অভ্যন্তরে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু এদিন বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়, বাংলায় বিজেপির পর্যবেক্ষক হিসাবে কৈলাস বিজয়বর্গীয়ই থাকছেন। আসলে ২১-এর নির্বাচনের আগে বিজেপির পক্ষে যে সমর্থনের বাতাবরণ তৈরি হয়েছে তা দলীয় অন্তর্দ্বন্দ্বের জেরে খোয়াতে রাজি নয় কেন্দ্রীয় নেতৃত্ব।

.