Bengaluru: বাড়ি ভাঙার প্রতিবাদে গায়ে আগুন দেবেন দম্পতি, জ্বলল দেশলাই! তারপর...
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেআরপুরম এলাকায়। চলন্ত বুলডোজারের সামনে এসে হঠাৎই তার পথ আটকে দাড়ান স্বামী-স্ত্রী। ঠিক তারপরই এক নাটকীয় মোড় নেয় ঘটনাটি। তাঁদের বাড়ির একাংশের দেওয়াল আঁকড়ে দাঁড়িয়ে থাকেন দুজনেই। স্ত্রীর হাতে পেট্রোল ভর্তি একটি বোতল এবং স্বামী জড়িয়ে ধরে যেন প্রাণপণে আগলে রাখার চেষ্টা করছেন বাড়িটিকে।
পূজা দাস: রাকে হরি মারে কে, প্রাচীন এই প্রবাদটি চাক্ষুষ প্রমাণিত হল বেঙ্গালুরুতে। গায়ে পেট্রোল ঢেলে, দেশলাই জ্বালছেন স্বামী স্ত্রী! মৃত্যু নিশ্চিত। উপস্থিত বুদ্ধিতে মুহূর্তে বেঁচে গেল তাঁদের প্রাণ। আত্মাহুতি দিতে উদ্যত দম্পতির গায়ে বালতি বালতি জল ছিটিয়ে অগ্নি নির্বাপক ফোমের সাহায্যে তাৎক্ষনিক পরিস্থিতি সামাল দিলেন পুলিস কর্মীরা। শিউরে ওঠার মতো সেই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো আতঙ্কিত সকলেই।
আরও পড়ুন: Byju's: বাজারে মন্দার ছাপ? ২৫০০ কর্মী ছাঁটাইয়ের পথে Byju's!
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেআরপুরম এলাকায়। ওখানকারই বাসিন্দা স্বামী সুনীল সিং ও স্ত্রী সোনা সিং। পুরসভার কর্মকর্তাদের অভিযোগ, একটি নিকাশি খালের ২ মিটার জায়গার উপর তাঁদের বাড়ির একটি অংশ অবস্থিত। এই বিষয়টি পুরসভার আধিকারিকদের নজরে এলে তাঁরা প্রথমে সেই দম্পতিকে তা ভেঙে ফেলার জন্য বলেন। তবে সেই প্রস্তাবে রাজি হন নি তাঁরা। এরপরই কর্মকর্তারা নিজেরাই বাড়ির ওইটুকু অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: Retail Inflation: গত ৫ মাসে সর্বোচ্চ, সেপ্টেম্বরে অনেকটাই বাড়ল খুচরো পণ্যের মূল্য বৃদ্ধির হার
The couple who threatened to commit suicide if BBMP goes ahead demolishing their wall have been rescued by BengaluruPolice and fire safety officials. They were held, water was poured on them and they were taken out of the area to safety by the officials.Karnataka Bengaluru pic.twitter.com/ewidjQIm2K
— Hate Detector (HateDetectors) October 12, 2022
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
স্থানীয় পুলিসদের মতে, ওই দম্পতি এই বিষয় নিয়ে যথেষ্ট বিরক্ত ছিলেন। তিনি জানান, বাড়ি তৈরীর জন্য নাকি অনেক টাকার ঋণ নিয়েছিলেন তাঁরা। এবং সেই ঋণ পুরোপুরি শোধ করার আগেই বাড়ি ভেঙে ফেলার এই ঘটনাটি মেনে নিতে পারেননি তাঁরা। দম্পতির কথায়, তাঁদের দুটি সন্তান রয়েছে এবং এই বাড়িটি তাঁদের একমাত্র সম্বল। তবে এত কিছুর পরও কোনও কথা শুনতে নারাজ বেঙ্গালুরু প্রশাসন।