West Bengal Loksabha Election 2024: তৃতীয় দফার ভোটে রাজভবনে 'কালো দিন', হঠাৎ-ই নিশ্চুপ পিসরুম!
বাংলার এবার লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে। আজ, মঙ্গলবার ছিল তৃতীয় দফা। ভোট হয়ে গেল মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে। প্রথম ২ দফার ভোট যেমন হয়েছিল, এবারও ভোট হল তেমনই। অশান্তির তেমন কোনও খবর নেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি। তবে মোটের উপর রাজ্যে তৃতীয় দফার ভোট শান্তিপূর্ণ। রাজভবনে পিসরুমে জমা পড়ল না একটি অভিযোগ!
আরও পড়ুন: Mamata Banerjee: 'সুপ্রিম কোর্টে ন্যায়প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত'
বাংলার এবার লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে। আজ, মঙ্গলবার ছিল তৃতীয় দফা। ভোট হয়ে গেল মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে। প্রথম ২ দফার ভোট যেমন হয়েছিল, এবারও ভোট হল তেমনই। অশান্তির তেমন কোনও খবর নেই।
এদিকে পঞ্চায়েত ভোটের সময়ে রাজভবনে পিসরুম খুলেছিলেন রাজ্যপাল। বাদ যায়নি লোকসভা ভোটও, এবার খুললেন পোর্টাল। নাম, 'লোকসভা'। ভোট সংক্রান্ত কোনও অভিযোগ বা পরামর্শ থাকলে, logsabha.rajbhavankolkata@gmail.com এই ই-মেল আইডিতে তা জানাতে পারবেন সাধারণ মানুষ। কিন্তু তিন দফায় ভোটের পরে কোনও রাজভবনে অভিযোগ করলেন না কেউ-ই।
এর আগে, রাজভবনে নির্বাচনী পোর্টালের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। রাজ্যের শাসকদলের দাবি, রাজ্যে কার্যত সমান্তরাল ভোট প্রক্রিয়া চালাচ্ছেন রাজ্য়পাল। হস্তক্ষেপ করেছে কমিশনের কাজেও!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)