৭৫ বছর পর ভূস্বর্গে মহাকুম্ভ

কাশ্মীরে কুম্ভ! কে কবে শুনেছে? কিন্তু হয়ে গেল তাই। ভূস্বর্গ সাক্ষী রইল দরশর মহাকুম্ভের। এক নয়, দুই নয়, মাঝে ব্যবধান ৭৫ বছরের। দীর্ঘ অপেক্ষার পর, ঐতিহ্যের মহামিলনে গা ভাসাল ভূস্বর্গ। সময় বয়ে চলে। বদলায়না ঐতিহ্য। এলাহাবাদ, উজ্জয়িনী, হরিদ্বার। কুম্ভ-অর্ধকুম্ভ-মহাকুম্ভ বললে, প্রথমেই মনে আসে এই সমস্ত জায়গার নাম। পুণ্যভূমিতে পুণ্যস্থান, এ যেন এক লাইফটাইম সুযোগ। ভিড় জমে কোটি কোটি পুণ্যার্থীর।

Updated By: Jun 16, 2016, 10:54 PM IST
৭৫ বছর পর ভূস্বর্গে মহাকুম্ভ

ব্যুরো: কাশ্মীরে কুম্ভ! কে কবে শুনেছে? কিন্তু হয়ে গেল তাই। ভূস্বর্গ সাক্ষী রইল দরশর মহাকুম্ভের। এক নয়, দুই নয়, মাঝে ব্যবধান ৭৫ বছরের। দীর্ঘ অপেক্ষার পর, ঐতিহ্যের মহামিলনে গা ভাসাল ভূস্বর্গ। সময় বয়ে চলে। বদলায়না ঐতিহ্য। এলাহাবাদ, উজ্জয়িনী, হরিদ্বার। কুম্ভ-অর্ধকুম্ভ-মহাকুম্ভ বললে, প্রথমেই মনে আসে এই সমস্ত জায়গার নাম। পুণ্যভূমিতে পুণ্যস্থান, এ যেন এক লাইফটাইম সুযোগ। ভিড় জমে কোটি কোটি পুণ্যার্থীর।

আবার কাশ্মীর বললেই চোখের সামনে ভেসে ওঠে এক অনন্য সৌন্দর্য, যা চোখ জুড়িয়ে দেবে, মন ভরিয়ে দেবে। সব ফেলে বারবার ছুটে যাওয়া যায় যার মোহে। এমনই অমোঘ আকর্ষণ। এজন্যই তো এ জায়গা ভূ স্বর্গ।  

কিন্তু সেখানেও মহা কুম্ভ! এ কথা শুনে প্রথমটায় ঝটকা লাগবেই। ঠিক মেলানো যায় না। কিন্তু বাস্তব এটাই। উত্তর কাশ্মীরের গান্ডেরওয়াল জেলা। সিন্ধু-ঝিলামের সঙ্গমস্থলে বসেছিল মহাকুম্ভের আসর। পচাত্তর বছর পর। বহু ঐতিহ্য জড়িয়ে এর সঙ্গে। অনেকেরই স্মৃতির পাতায় হয়ত ঝাপসা হয়ে গেছে এই অভিজ্ঞতা। কম দিন তো নয়! পুণ্যস্নানে এবার প্রায় ২০ হাজার কাশ্মীরি পণ্ডিতের ভিড় জমেছিল শাদিপোরার সঙ্গমস্থলে। রইল ঝোলা, চলল ভোলার মতো ব্যাপার। ঘরে বসে থাকলে চলে! সবার মধ্যে উন্মাদনার স্রোত।   

ঠাণ্ডায় কাঁপতে কাঁপতেও, একদিকে দুই পুণ্যতোয়ার জলে পরের পর ডুবকি, ওদিকে আবার ঘাটে ঘটা করে পুজোর আসর। যেখানে বাবা-ঠাকুরদাদের হাত ধরে হাজির জেন এক্স-ওয়াই-জেডও। ঐতিহ্য রক্ষা তো একেই বলে। এই তো মহাকুম্ভ। মিলনক্ষেত্র। যেখানে মিলেমিশে এক প্রয়াগ, উজ্জয়িনী...কাশ্মীর। 

.