বন্যায় বিপদ এড়াতে কী কী করা উচিত? দেখে নিন এক নজরে...

Updated By: Aug 16, 2017, 08:36 PM IST
বন্যায় বিপদ এড়াতে কী কী করা উচিত? দেখে নিন এক নজরে...

ওয়েব ডেস্ক : গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে বাংলা, অসম ও বিহারে। বন্যা পরিস্থিতি থেকে ক্রমে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে গুজরাতও। সরকারি মতে, বন্যায় এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৩২ জনের। অসমে ২৮ ও বিহারে অসমর্থিত সূত্রের খবর অনুসারে মৃত্যু হয়েছে ৪২ জনের। আবহাওয়া দফতরের খবর অনুসারে নতুন করে ঘূর্ণাবর্তের ফলে আরও বৃষ্টি হতে পারে এই রাজ্যগুলিতে।

সম্প্রতি কর্নাটক সরকারের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের জন্য একটি উপদেশনামা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বন্যা সময় কী কী করা উচিত প্রত্যেকের।

এক নজরে দেখে নেওয়া যাক সেই উপদেশনামা...

১) টিভি ও রেডিও-তে সম্প্রচারিত খবরের দিকে দৃষ্টি রাখতে হবে

২) একটি বা দুটি ব্যাগে অত্যন্ত দরকারি জিনিস প্যাক করে নিতে হবে।  বিশেষ করে কোনও ওষুধ নিতে ভুলবেন না তাতে

৩) প্রশাসনের পক্ষ থেকে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলে, তাত্ক্ষণিক তা করুন

৪) সামনে যদি পাহাড়ি এলাকা থাকে, তাহলে হড়পা বানের সম্ভাবনা প্রবল। তাই কাছাকাছি নিরাপদ উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিন আগে থেকেই

৫) বাড়ি যদি দোতলা বা তিনতলা হয়, তাহলে আগে থেকেই একতলার দরকারি জিনিস উপরের তলে জমা করুন

৬) বাইরে বেরতে হলে সঙ্গে রাখুন একটি লাঠি। সামনের জমি কতটা শক্তি তা পরীক্ষা করে তবে পা ফেলুন

৭) যতটা সম্ভব বন্যার জল এড়িয়ে চলুন। যে কোনও মুহূর্তে সেই জল থেকে ঘটতে পারে বিপদ। বিদ্যুত্স্পৃষ্ট হতেও পারেন যে কোনও সময়

৮) যে জল খাচ্ছেন তা দেখে নিন

৯) বন্যার জল যদি রাস্তার ওপর দিয়ে বইতে শুরু করে তাহলে সেই রাস্তা এড়িয়ে চলাই ভালো। জলের তোড়ে রাস্তা দুর্বল হয়ে থাকতে পারে। ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ

১০) জলের তোড় বেশি থাকলে সেখান দিয়ে পার হওয়ার চেষ্টা করবেন না। জলের স্রোত আপনাকে যে কোনও মুহূর্তে টেনে নিয়ে যেতে পারে

 

আরও পড়ন- বিপদ সীমার উপর দিয়ে বইছে আত্রেয়ী, ভাসছে বালুরঘাট

.