দিল্লির বিধানসভার স্পিকার হিসাবে এম এস ধীরে নাম প্রস্তাব করলেন কেজরিওয়াল

দিল্লি বিধানসভার স্পিকার নির্বাচনের ক্ষেত্রেও বিজেপিকে ওয়াক ওভার দিতে রাজি নয় আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, স্পিকার পদে দলীয় বিধায়ক এম এস ধীরের নাম প্রস্তাব করবেন তাঁরা। তবে, সরকারের স্থায়িত্ব নিয়েও যে তাঁরা খুব একটা আশাবাদী নন, তাও স্পষ্ট করে দিয়েছেন কেজরিওয়াল।

Updated By: Dec 31, 2013, 07:24 PM IST

দিল্লি বিধানসভার স্পিকার নির্বাচনের ক্ষেত্রেও বিজেপিকে ওয়াক ওভার দিতে রাজি নয় আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, স্পিকার পদে দলীয় বিধায়ক এম এস ধীরের নাম প্রস্তাব করবেন তাঁরা। তবে, সরকারের স্থায়িত্ব নিয়েও যে তাঁরা খুব একটা আশাবাদী নন, তাও স্পষ্ট করে দিয়েছেন কেজরিওয়াল।

বিদ্যুত্‍-এর মাশুল কমানো নিয়ে আজকের বৈঠক বাতিল করলেন অরবিন্দ কেজরিওয়াল। দিনদুয়েকের মধ্যে এই বৈঠক হওয়ার সম্ভাবনা প্রায় নেই। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর গোটা বিষয়টি বাস্তবায়িত করতে একটু সময় লাগবে। দিল্লির বিদ্যুত্‍ উত্পাদন ও বণ্টন পুরোটা সরকারের হাতে নেই। কিছুটা বেসরকারি মালিকানাধীন। বেসরকারি ক্ষেত্রের সঙ্গে আলোচনা করে তবে সিদ্ধান্ত নেবে সরকার। কেজরিওয়ালের শরীর ভাল না থাকায় চিকিত্‍সক তাঁকে দুদিন বিশ্রামে থাকতে বলেছেন। ফলে ক্ষমতায় বসার আটচল্লিশ ঘণ্টার মধ্যে জল নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করলেও বিদ্যুত্‍ মাশুল কমানোর ব্যাপারে একটু পিছিয়ে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল।

.