আমি হনুমান ভক্ত, দিল্লির প্রবীণদের রাম মন্দিরে নিয়ে যাব: Kejriwal

দিল্লিবাসীর সেবায় রাম রাজ্যের আদর্শে ১০টি নীতি মেনে চলবে তাঁর সরকার, দাবি কেজরিওয়ালের।

Updated By: Mar 10, 2021, 05:09 PM IST
আমি হনুমান ভক্ত, দিল্লির প্রবীণদের রাম মন্দিরে নিয়ে যাব: Kejriwal

নিজস্ব প্রতিবেদন: এবার দিল্লিতে আসবে 'রাম রাজ্য'। দিল্লিবাসীর সেবায় রাম রাজ্যের আদর্শে ১০টি নীতি মেনে চলবে সরকার, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বুধবার তিনি জানান, অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) নির্মাণ শেষে তাঁর সরকার দিল্লির (Delhi) প্রবীণদের মন্দির দর্শনে নিয়ে যাবে।

এ দিন বিধানসভায় কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, "আমি হনুমানের ভক্ত। হনুমান শ্রী রামের শিষ্য। তাই আমি উভয়েরই ভক্ত। অযোধ্যার রাজা ছিলেন শ্রী রাম। কথিত আছে, তাঁর শাসনকালে অযোধ্যায় (Ayodhya) কোনও দুঃখ-কষ্ট ছিল না। এটাই রাম রাজ্য। সেই আদর্শই মেনে চলবে দিল্লি।" 

আরও পড়ুন: Uttarakhand-এর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তিরথ সিং রাওয়াত

দশটি নীতিরও ব্যাখ্যা দেন কেজরিওয়াল। তিনি বলেন, "খাদ্য, শিক্ষা, সুস্বাস্থ্য, বিদ্যুৎ, জল, কর্মসংস্থান, বাসস্থান, নারী নিরাপত্তা এবং প্রবীণদের খেয়াল রাখতে হবে"। এদিন জাতপাত নির্বিশেষে সকলকে সমান মর্যাদা দেওয়ার কথা মনে করিয়ে দেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোভিড-১৯ রোধে দিল্লিবাসীকে এগিয়ে আসার বার্তাও দেন।

.