দিল্লিতেও পৃথক রাজ্যের দাবিতে অনড় মোর্চা

গোর্খাল্যান্ডের দাবিতে অনড় থেকে জিটিএ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে চাপ বাড়াল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার দিল্লিতে সচিবস্তরের বৈঠকে এব্যাপারে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মোর্চাকে জানিয়ে দিয়েছে, এ বিষয়ে তাড়াহুড়ো নয়। জিটিএ নিয়ে ১৬টি মন্ত্রকের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে তারা। একদিকে গোর্খাল্যান্ডের দাবিতে অনড় অবস্থান।

Updated By: Jan 9, 2012, 08:17 PM IST

গোর্খাল্যান্ডের দাবিতে অনড় থেকে জিটিএ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে চাপ বাড়াল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার দিল্লিতে সচিবস্তরের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মোর্চাকে জানিয়ে দিয়েছে, এ বিষয়ে তাড়াহুড়ো নয়। জিটিএ নিয়ে ১৬টি মন্ত্রকের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে তারা।
একদিকে গোর্খাল্যান্ডের দাবিতে অনড় অবস্থান। পাশাপাশি তরাই-ডুয়ার্সকে জিটিএ-র অন্তর্ভুক্ত করার দাবি থেকেও সরেনি মোর্চা নেতৃত্ব। সেপ্টেম্বর মাসে রাজ্য বিধানসভায় জিটিএ বিল পাশ হয়েছে। তার ৬ মাসের মধ্যে জিটিএ গঠনের কথা। সোমবার দিল্লিতে এবিষয়ে সচিবস্তরের বৈঠকে মোর্চার মূল দাবি ছিল, জিটিএ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।
জিটিএ-র জন্য বরাদ্দ ২ হাজার কোটি টাকার মধ্যে ৯৩ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব জমা দিয়েছে মোর্চা। মোর্চা সদস্যদের বিরুদ্ধে যে সব ফৌজদারী মামলা রয়েছে, তা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা। বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জি ডি গৌতমের নেতৃত্বে একটি সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তবে নির্ধারিত ছমাসের মধ্যে জিটিএ গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ১৬টি মন্ত্রকের কাছ থেকে এবিষয়ে রিপোর্ট চেয়েছে। সেই রিপোর্টগুলি খতিয়ে দেখেই জিটিএ নিয়ে চূড়ান্ত হবে। তারপরই মিলবে রাষ্ট্রপতির অনুমোদন। 

.