কেরলে বিদেশি পর্যটক ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার ২ অভিযুক্ত

গত ১৪ মার্চ নিখোঁজ হয়েছিলেন ওই বিদেশি। মাসখানেক পরে মেলে দেহ। 

Updated By: May 3, 2018, 10:58 PM IST
কেরলে বিদেশি পর্যটক ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার ২ অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন: লাটভিয়ান পর্যটককে ধর্ষণ ও খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল কেরল পুলিস। কেরলে বেড়াতে এসে মার্চে নিখোঁজ হয়েছিলেন ওই বিদেশি পর্যটক। 

দুই অভিযুক্ত উমেশ ও উদয়ন সম্পর্কে আত্মীয়। তাঁরা ট্যুরিস্ট গাইডের কাজ করে। কেরল পুলিসের প্রধান লোকনাথ বেহরা জানিয়েছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড। কারও সঙ্গে হওয়া উচিত নয়। বিনা দোষেই প্রাণ হারালেন ওই মহিলা। অভিযুক্তদের খুঁজে বের করায় তদন্তকারীদের পুরষ্কৃত করার কথা ঘোষণা করেছেন তিনি। ইনস্পেক্টর জেনারেল মনোজ আব্রাহাম বলেন, ''মাদক দিয়ে ওই বিদেশি মহিলাকে ফাঁদে ফেলেছিল অভিযুক্তরা। পরে তাঁকে ধর্ষণ করে তারা। মহিলা বাধা দেওয়ায় তাঁকে খুন করা হয়। এর পিছনে আরও কেউ যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।''    

কেরলে আয়ুর্বেদের চিকিত্সা করাতে এসেছিলেন ৩৩ বছরের ওই বিদেশি। গত ১৪ মার্চে নিখোঁজ হন তিনি। মোবাইল বা পাসপোর্টও ছিল না তাঁর কাছে। ২০ এপ্রিল তাঁর পচাগলা দেহ উদ্ধার করে পুলিস।     

আরও পড়ুন- তপশিলি জাতি-উপজাতি আইনে কেন্দ্রের স্থগিতাদেশ আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

 

.