Lakhbir Singh Rode: খালিস্তানি আন্দোলনে বড় ধাক্কা! পাকিস্তানে নিহত দলের নেতা লক্ষবীর সিং রোডে

লক্ষবীর সিংকে UA(P)A-এর অধীনে একজন 'সন্ত্রাসবাদী' হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল এবং ১৯৯৬-১৯৯৭ সালের তিনি পাকিস্তানে পালিয়ে যান। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭২ বছর।

Updated By: Dec 5, 2023, 01:32 PM IST
Lakhbir Singh Rode: খালিস্তানি আন্দোলনে বড় ধাক্কা! পাকিস্তানে নিহত দলের নেতা লক্ষবীর সিং রোডে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানে হৃদরোগে আক্রান্ত হয়ে খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী লক্ষবীর সিং রোডের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহত খালিস্তানি জঙ্গি জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের ভাগ্নে রোডে ছিলেন নিষিদ্ধ সংগঠন খালিস্তান লিবারেশন ফোর্স (কেএলএফ) এবং ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশন (আইএসএফওয়াই) এর প্রধান। মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, লক্ষবীর সিং রোডের মৃত্যুর খবরটি তার ভাই এবং প্রাক্তন অকাল তখত জঠেদার, জসবীর সিং রোডে নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুর একদিন পরে তাকে দাহ করা হয়েছিল বলে জানা গিয়েছে।

লক্ষবীর সিংকে UA(P)A-এর অধীনে একজন 'সন্ত্রাসবাদী' হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল এবং ১৯৯৬-১৯৯৭ সালের তিনি পাকিস্তানে পালিয়ে যান। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭২ বছর।

আরও পড়ুন: Assembly Election Results 2023: চূড়ান্ত ৩ রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীর নাম? কমল-কুর্সিতে কে কে?

অক্টোবরের শুরুতে, পঞ্জাবের মোহালিতে জাতীয় তদন্ত সংস্থা বিশেষ আদালত, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ৩৩(৫) ধারার অধীনে লক্ষবীর সিংয়ের জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। আদালতের আদেশটি ১ অক্টোবর, ২০২১-এ মামলার থেকে এসেছে, যেখানে বিস্ফোরক পদার্থ আইন ১৯০৮ এর ধারা ৩, ৪, ৫ এবং ৬ সহ একাধিক অভিযোগ রয়েছে। UA(P) আইন 1967 এর ধারা ১৬, ১৭, ১৮, ১৮বি, ২০, ৩৮ এবং ৩৯। NDPS আইন ১৯৮৫ এর ধারা ২১বি, ২৭এ, ২৯ এবং IPC এর ১২০বি ধারা রয়েছে।

আরও পড়ুন: Cyclone Michaung: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘুর্ণিঝড়! চেন্নাইয়ে তুমুল বৃষ্টি, মৃত কমপক্ষে ৫

কর্মকর্তাদের মতে, মামলাটি মূলত ১৬ সেপ্টেম্বর, ২০২১-এ সিটি জালালাবাদ থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩ এবং ৪ ধারার অধীনে নথিভুক্ত করা হয়েছিল এবং এটি একটি টিফিন বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল যা ১৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সন্ধ্যা ৭.৫৭ নাগাদ ঘটেছিল।

জালালাবাদ শহরে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে এই ঘটনা ঘটে। তদন্তে জানা যায়, পুরো ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ছিলেন লক্ষবীর। ‘তার পাকিস্তানি 'প্রভুদের' সঙ্গে যোগসাজশে কাজ করে, লখবীর সিং সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর জন্য অস্ত্র, গোলাবারুদ, টিফিন বোমা, গ্রেনেড, বিস্ফোরক এবং সেইসঙ্গে মাদক সহ সন্ত্রাসবাদী হার্ডওয়্যারের চালান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.