Bengaluru: সদ্যোজাতকে অপহারণ! ৩০ ঘণ্টার মধ্যেই মায়ের কোলে ফেরাল পুলিস...
Bengaluru: ঘটনার পরেই ৫০ হাজার টাকায় বিক্রি করে দেই সেই সদ্যোজাত নবজাতককে। কিন্তু পুলিসের তৎপরতায় উদ্ধার করা হয় সেই সদ্যোজাতকে। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে ফিল্মি কায়দায়, হাসপাতালের দুই মহিলা কর্মচারী মায়ের কাছ থেকে বাচ্চাটিকে সরিয়ে নিয়ে যায়।
Updated By: Nov 29, 2024, 05:03 PM IST