Punjab: মর্মান্তিক দুর্ঘটনা! লাগাতার বৃষ্টিতে খাদে পড়ল বাস, মৃত ৮...
ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল পঞ্জাবের ভাটিন্ডারে। দুর্ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে আট জনের। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, লাগাতার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উচু সেতু থেকে খাদে পড়ে বাসটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল পঞ্জাবের ভাটিন্ডারে। দুর্ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে আট জনের। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, লাগাতার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উচু সেতু থেকে খাদে পড়ে বাসটি।
আরও পড়ুন: Punjab: সমপ্রেমী সিরিয়াল কিলারের ভয়ে ত্রস্ত হাইওয়ে! অব তক ১১...
স্থানীয় প্রশাসনের মতে, টানা বৃষ্টির কারণে পিচ্ছিল ছিল রাস্তা। শুক্রবার সকালে টালওয়ান্ডি সাবো থেকে বঠিন্ডায় ৪৫ জন প্যাসেঞ্জর নিয়ে বাসটি যাচ্ছিল। ভাটিন্ডারের সেতুতে ওঠার পর আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারায়। সেতুতে কোনওরকম রেলিং না থাকায় সোজা বাসটি নীচে গিয়ে পড়ে। পুলিসের মতে ৮ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে বহু। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
স্থানীয়দের অভিযোগ ওই সেতুতে দীর্ঘদিন ধরে রেলিং নেই। ফলে এর আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে। তারপরেও স্থানীয় প্রশাসনের টনক নরেনি। এবার এই ভবাহয় দুর্ঘটনায় কী কী পদক্ষেপ নেওয়া হবে তারই দিকে তাকিয়ে স্থানীয়রা। কীভাবে বিপজ্জনক অবস্থায় সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল করত এতদিন তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাস্নের থেকে দ্রুত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)