বড় দুর্ঘটনা এড়লো হাওড়াগামী কোরাপুট সমলেশ্বরী এক্সপ্রেস

সিগনাল অমান্য করেও বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়াগামী ডাউন কোরাপুট সমলেশ্বরী এক্সপ্রেস। এরফলে ট্রেনের বি টু কামরায় ধাক্কা মারে একটি মালগাড়ি।

Updated By: Nov 23, 2011, 12:38 PM IST

সিগনাল অমান্য করেও বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়াগামী ডাউন কোরাপুট সমলেশ্বরী এক্সপ্রেস। সিগনাল বিধি অগ্রাহ্য করার ফলে ট্রেনের বি-টু কামরায় ধাক্কা মারে একটি মালগাড়ি। আজ সকালে ওড়িশার ঝাড়সুগুড়া স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।
দক্ষিণ-পূর্ব রেলের জন সংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদারের দাবি, ঝাড়সুগুড়া স্টেশন থেকে ডাউন কোরাপুট সমলেশ্বরী এক্সপ্রেসের সঙ্গেই ছেড়েছিল একটি মালবাহী ট্রেন। স্টেশন পেরিয়ে ক্রসওভার পয়েন্টে দু'টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। বিকাশ নায়েক নামে এক যুবক আতঙ্কে সমলেশ্বরী এক্সপ্রেস থেকে ঝাঁপ দিলে তাঁর পায়ে চোট লাগে। সংঘর্ষে ট্রেনের দু’টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ পর্যন্ত ওই কোচ দু'টিকে রেখেই ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয়।

.