হোটেল দুর্নীতি মামলায় সিবিআই-এর মুখোমুখি লালু প্রসাদ যাদব

Updated By: Oct 5, 2017, 01:43 PM IST
হোটেল দুর্নীতি মামলায় সিবিআই-এর মুখোমুখি লালু প্রসাদ যাদব

ওয়েব ডেস্ক : আইআরসিটিসি হোটেল টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই-এর মুখোমুখি আরজেডি প্রধান তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। ২০১৭ সালের ৭ জুলাই এই দুর্নীতিতে লালু প্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকার সময় আইআরসিটিসি-র বিএনআর রাঁচী ও বিএনআর পুরী হোটেল দুটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় সুজাতা নামে একটি বেসরকারি হোটেলকে। সিবিআই-এর দাবি সেই সময়ই কোয়েক কোটি টাকা ঘুষ নেন লালু ও তাঁর ছেলে তেজস্বী। এই ঘটনার তদন্তে নাম উঠে এসেছে লালুর স্ত্রী রাবড়ি দেবী ও মেয়ে মিশার।

এর আগে চলতি বছর ১১ ও ১২ সেপ্টেম্বর লালু প্রসাদ যাবদ ও তাঁর ছেলে তেজস্বীকে জেরা করার জন্য সিবিআই তলব করলেও তাঁরা সেখানে হাজির হননি। তদন্তকারী সংস্থার কাছে আরও কিছুদিন সময় চেয়ে নেওয়া হয় তাদের পক্ষ থেকে।

আরও পড়ুন- রাধে মা-কে ঘিরে উচ্ছ্বাস, নাচ-গান পুলিসের, দেখুন ভিডিও

.