জম্মুতে চালু হল ইন্টারনেট-মোবাইল ফোন, ২ সপ্তাহ পর উপত্যকায় একাংশে মিলছে টেলিফোনের সুবিধে
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়ে দেন, শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় ফোনের সুবিধা ধাপে ধাপে চালু করা হবে
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের মুখ্য সচিবের কথা মতো শনিবার থেকেই চালু হল জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা। শনিবার জম্মুতে চালু হল ইন্টারনেট। জম্মুর রামবান, কিস্তওয়ার, ডোডায় মানুষজন ইন্টারনেট পরিষেবা পেতে শুরু করেছেন আজ সকাল থেকে। রাজৌরি ও পুঞ্চে চালু করা হয়েছে ল্যান্ডলাইন।
আরও পড়ুন-এসএসকেএম হাসপাতালে ২ নাবালিকা রোগীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার ২ গ্রুপ ডি কর্মী
এদিকে, কাশ্মীর উপত্যাকায় চালু করা হয়েছে ১৭টি টেলিফোন এক্সচেঞ্জ। শ্রীনগরের কিছু অংশে পাওয়া যাচ্ছে টেলিফোনের সুবিধে। ফলে টানা ২ সপ্তাহ পর খুলল টেলিফোন লাইন। বদগাম, সোনমার্গ, মনিগামে চালু হয়েছে ফোন পরিষেবা। উত্তর কাশ্মীরের গুরেজ, তনমার্গ, উরি কেরান, তংধরেও চালু হয়েছে ফোন। শ্রীনগরে সিভিল লাইনস, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দরের আসপাশের এলাকাতেও চালু হয়েছে ফোন।
Latest visuals from UDHAMPUR; 2G mobile internet services have been restored in the city today. #JammuAndKashmir pic.twitter.com/t3N49pNpYg
— ANI (@ANI) August 17, 2019
কাশ্মীর উপত্যাকায় না হলেও জম্মুর ৫ জেলায় চালু হয়েছে মোবাইল ফোন। জম্মু, রেসি, সাম্বা, কাঠুয়া, উধমপুরে চালু হয়েছে ২জি পরিষেবা।
আরও পড়ুন-ফুচকা খেতে গিয়ে বচসা, ক্রেতার গলায় ছুরি চালিয়ে খুন করল বিক্রেতা
উল্লেখ্য, শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়ে দেন, শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় ফোনের সুবিধা ধাপে ধাপে চালু করা হবে। স্কুল কলেজ খুলবে সোমবার থেকে।