প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, খোলা চিঠিতে ভিভিআইপিদের খুনের হুমকি লস্করের

ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সিকে(NIA) দেওয়া চিঠিতে জানা গিয়েছে ভারতের বিভিন্ন ভিভিআইপি ব্যক্তিদের উপর আক্রমণ হানতে চাইছে অল ইন্ডিয়া লস্কর-ই-তইবা। 

Updated By: Oct 29, 2019, 03:55 PM IST
প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, খোলা চিঠিতে ভিভিআইপিদের খুনের হুমকি লস্করের

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। দেশের হেভিওয়েট ভিভিআইপিদের উপর হামলার হুমকি দিল অল ইন্ডিয়া লস্কর-ই-তইবা। ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দেওয়া চিঠিতে এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠনের ভারতীয় শাখা। 

ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সিকে(NIA) দেওয়া চিঠিতে জানা গিয়েছে ভারতের বিভিন্ন ভিভিআইপি ব্যক্তিদের উপর আক্রমণ হানতে চাইছে অল ইন্ডিয়া লস্কর-ই-তইবা। চিঠিতে নিজেদের 'হিট লিস্ট'-এর কথা জানিয়েছে লস্কর-ই-তইবা। সেই তালিকায় আছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী এমনকি, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।   

আরও পড়ুন : ফের জঙ্গি হামলা কাশ্মীরে, অনন্তনাগে মৃত ট্রাকচালক

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলকে হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন অল ইন্ডিয়া লস্কর-ই-তইবা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির দফতরে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে BCCI-কে সতর্ক করেছে NIA। এরপরই ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

কিন্তু কোথা থেকে এই চিঠি পাঠানো হয়েছে? সেই প্রশ্নের উত্তর পেতেই উঠেপড়ে লেগেছেন ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দারা। সেই উদ্দেশ্যে এর মধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন তাঁরা। 

ভারতে জম্মু-কাশ্মীর সীমান্তবর্তি অংশে লস্করের জঙ্গি কার্যকলাপ নিয়ে চিন্তায় ছিলেন গোয়েন্দারা। সেই চিন্তাই যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল এই হুমকি চিঠি। সম্প্রতি কোয়েম্বাটোরে ইনভেস্টিগেশন ব্যুরো লস্কর-ই-তইবার হানার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করে। 

 

 

.