বিহারে চলছে শেষ দফার ভোটগ্রহণ, ফলপ্রকাশ রবিবার

কড়া নিরাপত্তায় আজ বিহারে পঞ্চম তথা শেষ দফার নির্বাচন চলছে। মোট ৫৭টি আসনের জন্য মিথিলাঞ্চল, সীমাঞ্চল এবং কোসি সহ নয় জেলায় ভোটগ্রহণ। যার মধ্যে ৩৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। জেডিইউ লড়ছে ২৫টি আসনে। আরজেডি কুড়িটি আসনে। বারোটি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। ভাগ্যনির্ধারণ ৮২৭জন প্রার্থীর। কড়া নিরাপত্তায় ১৪ হাজার ৭০৯টি কেন্দ্রে নিজেদের মতাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।

Updated By: Nov 5, 2015, 08:20 AM IST
বিহারে চলছে শেষ দফার ভোটগ্রহণ, ফলপ্রকাশ রবিবার

ওয়েব ডেস্ক: কড়া নিরাপত্তায় আজ বিহারে পঞ্চম তথা শেষ দফার নির্বাচন চলছে। মোট ৫৭টি আসনের জন্য মিথিলাঞ্চল, সীমাঞ্চল এবং কোসি সহ নয় জেলায় ভোটগ্রহণ। যার মধ্যে ৩৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। জেডিইউ লড়ছে ২৫টি আসনে। আরজেডি কুড়িটি আসনে। বারোটি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। ভাগ্যনির্ধারণ ৮২৭জন প্রার্থীর। কড়া নিরাপত্তায় ১৪ হাজার ৭০৯টি কেন্দ্রে নিজেদের মতাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।

শেষ দফায় মোট ভোটার এক কোটি ৫৫ লক্ষ ৪৫ হাজার ১৫৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮১ লক্ষ ৯০ হাজার ১৫৫জন। মহিলা ভোটার ৭৩ লক্ষ ৫৫ হাজার চারজন। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। যদিও নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই বিভিন্ন বুথের সামনে উত্‍সাহী ভোটারদের লম্বা লাইন পড়ে যায়। রবিবার ফলপ্রকাশ।

.