বিয়ে হতে দেরির কারণেই লাভ জিহাদের মতো ঘটনা ঘটছে, মন্তব্য বিজেপি বিধায়কের

 লাভ জিহাদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে একপ্রকার অল্প বয়সে বিয়ের পক্ষেই সওয়াল করলেন বিজেপির এক বিধায়ক। মধ্যপ্রদেশে বিজেপি বিধায়ক গোপাল পারমারের দাবি, ‘আগে গ্রামেগঞ্জে অল্প বয়সে ছেলেমেয়েদের বিয়ে হতো। এদের তাদের মন মেজাজ ভালো থাকতো। কিন্তু এখন ছেলেমেয়েদের বিয়ে ঠিক সময়ে হচ্ছে না। এর ফলেই লাভ জিহাদের মতো ঘটনা ঘটছে।’

Updated By: May 5, 2018, 08:48 PM IST
বিয়ে হতে দেরির কারণেই লাভ জিহাদের মতো ঘটনা ঘটছে, মন্তব্য বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিবেদন:  লাভ জিহাদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে একপ্রকার অল্প বয়সে বিয়ের পক্ষেই সওয়াল করলেন বিজেপির এক বিধায়ক। মধ্যপ্রদেশে বিজেপি বিধায়ক গোপাল পারমারের দাবি, ‘আগে গ্রামেগঞ্জে অল্প বয়সে ছেলেমেয়েদের বিয়ে হতো। এদের তাদের মন মেজাজ ভালো থাকতো। কিন্তু এখন ছেলেমেয়েদের বিয়ে ঠিক সময়ে হচ্ছে না। এর ফলেই লাভ জিহাদের মতো ঘটনা ঘটছে।’

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটে জিতলে স্মার্টফোন দেবে বিজেপি, ঘোষণা মুকুলের 

উল্লেখ্য, সম্প্রতি কেরলের একটি ভিন ধর্মে বিবাহ তোলপাড় করেছিল গোটা দেশকে। হোমিওপ্যাথির ছাত্রী ওই তরুণী সাফিন জাহান নামে এক মুসলিম তরুণকে বিয়ে করে। গোটা বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট  প‌র্যন্ত। সম্প্রতি রাজস্থানেও এক মুসলিম তরুণ খুন হয়েছেন। সেই মৃত্যুর পছনেও লাভ জিহাদ একটি কারণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-প্রতিদিন কলকাতায় আসত ৫,০০০ কেজি ভাগাড়ের মাংস, দাবি গোয়েন্দাদের

গত মাসে খবরের শিরোনামে চলে আসেন এই পারমার। এপ্রিল মাসে দেশজুড়ে দলিতদের বিক্ষোভের সময়ে পারমার জোর করে দোকান বন্ধ করেছিলেন। এনিয়ে দল তাকে জবাব চাইলে তিনি বলেন, দলিতরা ‌যাতে কোনও গোলমাল না করতে পারে তাই তিনি আগে থেকেই দোকান বন্ধ করে দিচ্ছিলেন।

.