এফডিআইয়ের বিরোধিতায় বামেদের চিঠি প্রধানমন্ত্রীকে

খুচরো ব্যবসায়ে বিদেশি বিনিয়োগের অনুমতি না দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিল ৪ বাম দল। এই ইস্যুতে বামেদের সঙ্গেই প্রতিবাদে সামিল হয়েছে সমাজবাদী পার্টি ও জনতা দল সেকুলার। রবিবার সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত একথা জানিয়েছেন।

Updated By: Jul 22, 2012, 11:32 PM IST

খুচরো ব্যবসায়ে বিদেশি বিনিয়োগের অনুমতি না দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিল ৪ বাম দল। এই ইস্যুতে বামেদের সঙ্গেই প্রতিবাদে সামিল হয়েছে সমাজবাদী পার্টি ও জনতা দল সেকুলার। রবিবার সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত একথা জানিয়েছেন।
চিঠিতে তাঁরা অনুরোধ জানিয়েছেন, কেন্দ্র যেন খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগে সবুজ সঙ্কেত না দেয়। তাঁদের যুক্তি, তেমনটা হলে সমস্যায় পড়বেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। কিছুদিন আগে দেশের আর্থিক নীতি নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তারপরই খুরচো ব্যবসায় বিদেশী বিনিয়োগে সবুজ সঙ্কেত দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইউপিএ সরকার।
সূত্রের খবর, অভ্যন্তরীণ বিমান পরিবহণ শিল্পে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের বিষয়টি নিয়েও শীঘ্রই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই পরিস্থিতিতেই বাম দলগুলি, এসপি এবং জেডিএস খুচরোয় বিদেশি বিনিয়োগ নিয়ে তাদের আপত্তির কথা জোরালোভাবে তুলল প্রধানমন্ত্রীর কাছে।

Tags:
.