সারদায় সিবিআই দাবিতে, সন্ত্রাসের অভিযোগে যন্তরমন্তরে ধরনায় বামেরা

বিরোধীদের ওপর লাগাতার আক্রমণ, শাসকদলের সন্ত্রাসের অভিযোগ, সারদা কাণ্ডে সিবিআইয়ের দাবি সহ একাধিক ইস্যুতে আজ দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসল বামেরা। বেলা এগারোটা থেকে শুরু হয় ধরনা। বামেদের অভিযোগ পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন দলের বহু নেতা,কর্মী। খুন হয়েছেন শতাধিক দলীয় সদস্য।

Updated By: Dec 18, 2013, 11:53 AM IST

বিরোধীদের ওপর লাগাতার আক্রমণ, শাসকদলের সন্ত্রাসের অভিযোগ, সারদা কাণ্ডে সিবিআইয়ের দাবি সহ একাধিক ইস্যুতে আজ দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসল বামেরা। বেলা এগারোটা থেকে শুরু হয় ধরনা। বামেদের অভিযোগ পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন দলের বহু নেতা,কর্মী। খুন হয়েছেন শতাধিক দলীয় সদস্য।

শাসক দলের হামলায় আতঙ্কে ঘরছাড়া নেতা,কর্মীর সংখ্যাও কম নয়। ভয় দেখিয়ে জোর করে দলের নেতা,কর্মীদের জরিমানা দিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ বামেদের। এছাড়াও সারদা চিটফান্ড কাণ্ডে সিবিআইএয়ের দাবিতে ধরনা মঞ্চে প্রতিবাদে সরব হবে বামেরা।

সিবিআইয়ের দাবিতে আজ রাষ্ট্রপতির কাছে দরবার করবে বাম প্রতিনিধি দল। নেতৃত্বে থাকবেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি। ধরনায় যোগ দিচ্ছেন বিমান বসু ,সূর্যকান্ত মিশ্র সহ একাধিক শীর্ষ বাম নেতা।

.