জেনএনইউ-এর পড়ুয়া ইউনিয়নে লেফট-রাইট-লেফট
দু'বছর পর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইউনিয়নের প্রেসিডেন্ট পদ বেদখল হল অলইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোশিয়েশন (এআইএসএ) হাত থেকে। রবিবার প্রকাশিত নির্বাচনের ফল অনুযায়ী এই পদ দখল করল অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডেরেশন (এআইএসএফ)।
ব্যুরো: দু'বছর পর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইউনিয়নের প্রেসিডেন্ট পদ বেদখল হল অলইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোশিয়েশন (এআইএসএ) হাত থেকে। রবিবার প্রকাশিত নির্বাচনের ফল অনুযায়ী এই পদ দখল করল অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডেরেশন (এআইএসএফ)।
ভারতের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে বহু দিনের বাম সাম্রাজ্যে এবার কিছুটা হলেও ফাটল ধরাল আরএসএস-এর ছাত্র শাখা অখিল ভারতীয় বিদার্থী পরিষদ (এবিভিপি)। ১৪ বছর পর সেন্ট্রাল প্যানেলে ফিরে এল তারা। দখল করল জয়েন্ট সেক্রেটারির পদ।
সেন্ট্রাল প্যানেলে ৪টির মধ্যে দুটি সিট নিজেদের দখলে রাখতে পেরেছে এআইএসএ। ভাইস প্রেসিডেন্ট ও জেনেরাল সেক্রেটারির পদ ধরে রাখল তারা।
গত কয়েক বছর ধরেই জেএনইতে নিজেদের পায়ের তলার জমি আস্তে আস্তে শক্ত করছিল। ২০০১ সালের পর এবছর সেন্ট্রাল প্যানেলে নিজেদের আসন পাকা করে তারা প্রমাণ করল জওহরলাল বিশ্ববিদ্যালয়েও ধারেভারে বাড়ছে ডানপন্থী এই ছাত্র সংগঠন।