মহাকাশে প্রাণের হদিশ মেলার সম্ভাবনা আরও জোরাল হল

মহাকাশে প্রাণের হদিশ মেলার সম্ভাবনা আরও জোরাল হল। আর সে সম্ভবনা রয়েছে এই সৌরমণ্ডলেই। শনির উপগ্রহ এনসেলাডাসে রয়েছে জল, কার্বন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের উপস্থিতি। হাইড্রোথার্মাল অ্যাকটিভিটিতে এই হাইড্রোজেনকে ব্যবহার করে তৈরি হতে পারে অনুজীব। এক্কেবারে প্রাণ তৈরির আদর্শ পরিবেশ। একই ভাবে বিরাট সাগরের সন্ধান মিলেছে বৃহস্পতির চাঁদ ইউরোপাতেও। জানাল নাসা।

Updated By: Apr 14, 2017, 03:39 PM IST
মহাকাশে প্রাণের হদিশ মেলার সম্ভাবনা আরও জোরাল হল

ওয়েব ডেস্ক: মহাকাশে প্রাণের হদিশ মেলার সম্ভাবনা আরও জোরাল হল। আর সে সম্ভবনা রয়েছে এই সৌরমণ্ডলেই। শনির উপগ্রহ এনসেলাডাসে রয়েছে জল, কার্বন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের উপস্থিতি। হাইড্রোথার্মাল অ্যাকটিভিটিতে এই হাইড্রোজেনকে ব্যবহার করে তৈরি হতে পারে অনুজীব। এক্কেবারে প্রাণ তৈরির আদর্শ পরিবেশ। একই ভাবে বিরাট সাগরের সন্ধান মিলেছে বৃহস্পতির চাঁদ ইউরোপাতেও। জানাল নাসা।

মহাকাশ থেকে রাতের বেলায় কেমন লাগে ভারতকে? ছবি প্রকাশ করল নাসা

অন্যদিকে, এবার আমাদের দেশকে মহাকাশ থেকে ঠিক কেমন লাগে, সেই ছবি প্রকাশ করল নাসা। সেটাও আবার রাতের ছবি। কবির কল্পনার থেকেও যেন বেশি সুন্দর বাস্তবের আমাদের দেশ। এবার আপনিও দেখে নিন মহাকাশ থেকে তোলা মহান ভারতের ছবি।

ফোর্বসের সেরা অনূর্ধ্ব ৩০-এর তালিকায় আলিয়া ভাট

.