মদ এল অ্যাম্বুলেন্সে, হল বেলি ড্যান্স, মোচ্ছব চলল মেডিক্যাল কলেজে
বড়দিনের সঙ্গে মেডিক্যাল কলেজে আয়োজিত হয় রজত জয়ন্তী পালন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে কলেজে এই পার্টির আয়োজন করে ছাত্র সংসদ। অনুষ্ঠানে কলেজের ১৯৯২ সালের প্রথম ছাত্র-ছাত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়।
নিজস্ব প্রতিবেদন: একদিকে নিয়ন আলোয় কোমর দুলিয়ে মাদকতার ঝড় তুলেছেন রাশিয়ান নর্তকীরা আর অন্যদিকে চলছে মদের ফোয়ারা। উল্লাস, উদ্দম নাচ, টাকা উড়ানোয় ব্যস্ত দর্শকরা। না, কোনও পাঁচতারা হোটেল কিংবা বারের দৃশ্য নয়, বড়দিনে নাইট পার্টিতে মেডিক্যাল কলেজের মধ্যেই উল্লাসে 'মত্ত' হলেন খোদ চিকিত্সকরা। শুধু তাই নয়, মদ আনতে ব্যবহার করা হল হাসপাতালেরই অ্যাম্বুলেন্স। বড়দিনে এই দৃশ্য ধরা পড়ল মেরটের লালা লাজপত্ রায় মেডিক্যাল কলেজে।
আরও পড়ুন: রূপানির মন্ত্রিসভায় ৬ ওবিসি মুখ এনে চমক বিজেপির
সোমবার বড়দিনের সঙ্গে মেডিক্যাল কলেজে আয়োজিত হয় রজত জয়ন্তী পালন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে কলেজে এই পার্টির আয়োজন করে ছাত্র সংসদ। অনুষ্ঠানে কলেজের ১৯৯২ সালের প্রথম ছাত্র-ছাত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়। তাদের মধ্যে ছিলেন অনেক প্রতিষ্ঠিত চিকিত্সক। অভিযোগ, হাসপাতালের গড় রোড ক্যাম্পাসে মদ্যপানের সঙ্গে বসে নাচের আসর। এই খবর প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে।
আরও পড়ুন: গাছে ঝুলছে দুই বোনের মৃতদেহ, নয়ডায় চাঞ্চল্য
যদিও এবিষয়ে মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় আগরওয়াল বলেন, ‘আমি এবিষয়ে খবর পড়েই জানতে পেরেছিলাম। সরকারি অ্যাম্বুলেন্সে মদ এসেছিল কি না তদন্ত করে দেখা হচ্ছে।'
Meerut: Liquor cartons stored in an ambulance van, Belly dance performance at alumni function of state-run Lala Lajpat Rai Medical college (25.12.17) pic.twitter.com/MQSBEpUpfG
— ANI UP (@ANINewsUP) December 26, 2017