দেশে ৯ দফায় হবে লোকসভা ভোট, রাজ্যে ভোট ৫ দফায়, ১৬ মে ভোট গণনা -LIVE ব্লগ

চলছে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা। এই সংক্রান্ত সব খবর এক নজরে টাইমলাইনে--

Updated By: Mar 6, 2014, 10:10 AM IST

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত হল। সাংবাদিক সম্মেলন ভোটের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার ভিএস সম্পত। সব খবর এক নজরে টাইমলাইনে--
------------
৯ দফায় হবে এবারের লোকসভা ভোট। রাজ্যে পাঁচ দফায় হবে লোকসভা ভোট।
৭ এপ্রিল থেকে ১২ মে ৯ দফায় দেশজুড়ে চলবে ভোট। ১৬ মে হবে ভোট গণনা।

রাজ্যে ভোট পাঁচ দফায়। ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১২ মে।

রাজ্যে কোথায় কবে ভোট--

১৭ এপ্রিল (প্রথম দফা)- কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি।

২৪ এপ্রিল (দ্বিতীয় দফা)- রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।

৩০ এপ্রিল (তৃতীয় দফা)-হাওড়া, হুগলি, আরামবাগ, বর্ধমান পূর্ব, দুর্গাপুর, বোলপুর, বীরভূম, শ্রীরামপুর, উলুবেড়িয়া।

৭ মে (চতুর্থ দফা) -ঝাড়গ্রাম,মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর,আসানসোল।

১২ মে (পঞ্চম দফা)- দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা,যাদবপুর, দমদম, বহরমপুর, রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ, বারাকপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ডহারবার, তমলুক, কাঁথি, ঘাটাল ।

সকাল ১০.৫৭-- প্রথম দফার ভোট ৭ এপ্রিল। দ্বিতীয় দফা ৯ এপ্রিল। তৃতীয় দফা ১০ এপ্রিল। চতুর্থ দফার ভোট ১২ এপ্রিল।

পঞ্চম দফায় ভোট ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২৪ এপ্রিল। ৩০ এপ্রিল সপ্তম দফার ভোট। ৭ মে হবে অষ্টম দফার ভোট। ১২ মে নবম তথা শেষ দফার ভোট।

এখন থেকেই লাগু হল আদর্শ নির্বাচনী আচরণবিধি।

প্রথম দফায় ভোট হবে দুটি রাজ্যে। দ্বিতীয় দফায় হবে পাঁচটি রাজ্যে।

এবারের নির্বাচনে থাকছে চার ধরনের পর্যবেক্ষক। জেনারেল, এক্সপেনডিচার, পলিটিক্যাল এবং অ্যাওয়ারনেস অবজারভার। এঁরা হলেন সাধারণ, ভোটের খরচ সংক্রান্ত নজরদারি, রাজনৈতিক এবং সচেতনতা মূলক পর্যবেক্ষক। প্রার্থীদের খরচের ওপর কড়া নজর রাখা হবে।

সকাল ১০.৫৬-- ভিএস সম্পত- আগামী ৯ মার্চ অবধি ভোটার তালিকায় নাম তোলা যাবে।

সকাল ১০.৫৫- কমিশন ভোট অবাধ ও স্বচ্ছ করতে বদ্ধ পরিকর কমিশন।

লোকসভায় থাকছে 'না' (No vote) ভোটের অধিকার।

৯৮.৬৪ শতাংশ ভোটার সচিত্র পরিচায় পত্র পেয়েছেন। গতবার সেটা ছিল ৮২ শতাংশ।

নির্বাচন কমিশনার ভিএস সম্পতের সাংবাদিক সম্মলন এক নজরে।

সকাল ১০.৪৭-- ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

এবারের লোকসভা ভোটে মোট পোলিং স্টেশন (বুথ) থাকবে ৯ লক্ষ ৩০ হাজার।

সকাল ১০.৪২টা- নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় আবহাওয়া ও বোর্ড পরীক্ষার কথা মাথায় রাখা হয়েছে।

লোকসভা ভোটে মোট ভোটার সংখ্যা ৮১.৪ কোটি। গত নির্বাচনের তুলনায় ১০ কোটি বেশি।

সকাল ১০.৪০টা- লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার।

৩১ মে-এর মধ্যে শেষ হবে নির্বাচন।

সকাল ১০.৩৭- নির্বাচনে শান্তি বজার রাখার অনুরোধ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার।

সকাল ১০.৩৫টা- লোকসভা ভোটের সঙ্গে তিন রাজ্যের বিধানসভা নির্বাচন হবে। রাজ্যগুলি হল সিকিম, অন্ধ্রপ্রদেশ,ওড়িশা।

সকাল ১০.৩০-সাংবাদিক সম্মেলনে ১৬ তম লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা শুরু করলেন মুখ্য নির্বাচন কমিশনার ভিএস সম্পত
----------

সকাল ১০.২০- টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর টুইট- ভোটর বাদ্যি বেজে গেল। কংগ্রেসের খেল খতম।

এবারের লোকসভা নির্বাচনে মোট ভোটার প্রায় ৮১ কোটি। যার মধ্যে ১২ কোটি ভোটার প্রথমবার ভোট দেবেন।

২০০৯ লোকসভা নির্বাচন হয়েছিল পাঁচ দফায়।

সকাল ১০.১০টা- লোকসভা ভোটের দিন ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলনে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার ভিএস সম্পত।

Election dates: Stateswise

Bihar - April 10, 17, 24, 30, May 7, 12

Odisha - April 10, 17

West Bengal - April 17, 24, 30, May 7, 12

Chhattisgarh - April 10, 17, 24

Jharkhand - April 10, 17, 24

Madhya Pradesh- April 10, 17, 24

Goa - April 17

Gujarat - April 30

Maharashtra - April 10, 17, 24

Rajasthan - April 17, 24

Haryana - April 10

Himachal Pradesh - May 7

Jammu and Kashmir - April 10, 17, 24, 30, May 7

Punjab - April 30

Uttar Pradesh - April 10, 17, 24, 30, May 7, 12

Uttarakhand - May 7

Karnataka - April 17

Kerala - April 10

Tamil Nadu - April 24

Andhra Pradesh - April 30, May 7

Manipur - April 9, 17

Meghalaya - April 9

Mizoram - April 9

Nagaland - April 9

Arunachal Pradesh - April 9

Assam - April 7, 12, 24

Sikkim - April 12

Tripura - April 7, 12

Union Territories

Andaman - April 10

Chandigarh - April 10

Dadra Nagar Haveli - April 30

Daman and Diu - April 30

Lakshadweep - April 10

NCT OF Delhi - April 10

Puducherry - April 24

.