ওবামা-মোদী যৌথ সাংবাদিক সম্মেলন
তিনদিনের সফরে আজ ভারতে এলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বারাক ওবামার সঙ্গেই আছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। থাকছেন মার্কিন আইনসভা ও বণিকমহলের প্রতিনিধিরা। আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানাবেন ওবামা।
১২: ২০ : রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার দেওয়া হল ওবামাকে।
US President Barack Obama receives Guard of Honor #ObamaInIndia https://t.co/Tcg57o9Em7
— ANI (@ANI_news) January 25, 2015
১২টা ১৪: রাষ্ট্রপতি ভবনের সামনে অনুষ্ঠান। উপস্থিত সস্ত্রীক বারাক ওবামা। রয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১১টা ২০: মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস টুইট করেন
Excited to be with President Obama in #India to celebrate Republic Day – Jai Hind!
— Susan Rice (@AmbassadorRice) January 25, 2015
১১টা ১৯: ওবামার জাতীয় নিরাপত্তা কাউন্সিল টুইট করে
President Obama called #Japan PM Abe to offer condolences for murder by ISIL of Haruna Yukawa & convey solidarity w/Japanese people
— @NSCPress (@NSCPress) January 25, 2015
১১টা ০৭: প্রধানমন্ত্রীর নৈশ্য ভোজে আমন্ত্রীত প্রত্যেক মুখ্যমন্ত্রী। ওবামার সম্মানে আয়োজন করা হয়েছে ভোজের।
সকাল ১১টা: MEA-র বিবৃতি: ভারত ও আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও শক্ত হওয়ার সম্ভাবনা।
নয়াদিল্লি: তিনদিনের সফরে আজ ভারতে এলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বারাক ওবামার সঙ্গেই আছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। থাকছেন মার্কিন আইনসভা ও বণিকমহলের প্রতিনিধিরা। আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানাবেন ওবামা।
এরপর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা নরেন্দ্র মোদী এবং বারাক ওবামার। রাতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে। ছাব্বিশ জানুয়ারি সকালে রাষ্ট্রপতি ভবন হয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পৌছবেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট।
প্রথা ভেঙে প্রায় দু-ঘণ্টা খোলা আকাশের নিচে থাকবেন তিনি।প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে CEO সম্মেলনে যাবেন বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্টের এ বারের ভারত সফরের সবচেয়ে বড় চমকটা রয়েছে শেষ দিনে। সাতাশে জানুয়ারি রেডিওয়ে মন কি বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গেই বক্তৃতা দেবেন তিনি।