কেজরিওয়ালের বিধানসভা ভেঙে দেওয়ার আর্জি খারিজ, রাজধানীতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পথে
কেজরিওয়াল মন্ত্রিসভার ইস্তফার পর জোরদার হচ্ছে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা। অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ খারিজ করে দিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল। বিধানসভা জিইয়ে রেখেই রাষ্ট্রপতি শাসন লাগু করার জন্য প্রণব মুখোপাধ্যায়কে সুপারিশ করেছেন উপ-রাজ্যপাল নাজিব জঙ্গ। জনলোকপাল বিল পেশ করতে না পারায় গতকালই ইস্তফা দেয় কেজরিওয়ালের মন্ত্রিসভা। এরপর দিল্লিতে উদ্ভুত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেন উপ-রাজ্যপাল। সেই রিপোর্টেই রাজধানীতে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেন উপ রাজ্যপাল। তারই ভিত্তিতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ চেয়েছেন রাষ্ট্রপতি। আজ সন্ধ্যাতেই এ নিয়ে বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই বৈঠকেই রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
কেজরিওয়াল মন্ত্রিসভার ইস্তফার পর জোরদার হচ্ছে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা। অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ খারিজ করে দিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল। বিধানসভা জিইয়ে রেখেই রাষ্ট্রপতি শাসন লাগু করার জন্য প্রণব মুখোপাধ্যায়কে সুপারিশ করেছেন উপ-রাজ্যপাল নাজিব জঙ্গ। জনলোকপাল বিল পেশ করতে না পারায় গতকালই ইস্তফা দেয় কেজরিওয়ালের মন্ত্রিসভা। এরপর দিল্লিতে উদ্ভুত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেন উপ-রাজ্যপাল। সেই রিপোর্টেই রাজধানীতে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেন উপ রাজ্যপাল। তারই ভিত্তিতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ চেয়েছেন রাষ্ট্রপতি। আজ সন্ধ্যাতেই এ নিয়ে বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই বৈঠকেই রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
অন্যদিকে, দিল্লির তখত ছাড়ার পর এবার লোকসভা ভোটে জোরকদমে প্রচার শুরু করতে চলেছে আম আদমি পার্টি। আপ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, তেইশে ফেব্রুয়ারি হরিয়ানার রোহতকে এক দুর্নীতি বিরোধী সভা দিয়েই লোকসভা ভোটের প্রচার শুরু হবে। সেই সভাতেই ঘোষণা হবে আপের নতুন স্লোগান, ঝাড়ু চালাও, বেইমানোকো হঠাও। তবে লোকসভা ভোটে অরবিন্দ কেজরিওয়াল প্রার্থী হবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর নেতৃত্বেই আম আদমি পার্টি যে ভোটে লড়বে তা দলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।