Tripura, Nagaland, Meghalaya Assembly Election Results 2023 Live Update:নাগাল্যান্ড-ত্রিপুরায় সরকার গঠনের পথে বিজেপি, মেঘালয়ে ৩ আসনে জয়ী তৃণমূল

Tripura, Nagaland, Meghalaya Assembly Election Results 2023 Live Update বিভিন্ন সমীক্ষা বলছে এবার মেঘালয়ে ভালো ফল করতে পারে তৃণমূল কংগ্রেস। শাসকদল এনপিপির পরেই বিজেপিকে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে ঘাসফুল শিবির। সেক্ষেত্রে গোয়ার ধাক্কা খানিকটা সামনে নিতে পারবে তৃণমূল কংগ্রেস।

Last Updated: Thursday, March 2, 2023 - 22:07
Tripura, Nagaland, Meghalaya Assembly Election Results 2023 Live Update:নাগাল্যান্ড-ত্রিপুরায় সরকার গঠনের পথে বিজেপি, মেঘালয়ে ৩ আসনে জয়ী তৃণমূল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপূর্বের ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর অধিকাংশ বুথফেরত সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে এনডিএকে। ত্রিপুরা ও ন্যাগাল্যান্ডে বিজেপি জোটকে এগিয়ে রাখা হলেও মেঘালয়ে ত্রিশহ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সেখানে অন্যান্য বিরোধীরা পেতে পারে ২২ আসন। ভাল ফল করতে পারে তৃণমূল। ত্রিপুরায় ভোট নেওয়া হয়েছিল ১৬ ফেব্রুয়ারি, নাগাল্যান্ড ও মেঘালয়ে ভোটগ্রহণ হয় ২৭ ফেব্রুয়ারি। আজ ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোট গণনা।

 

নাগাল্যান্ডে ৩৪ আসনে জয়, ৩ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস শূন্য। এনপিএফ ৩ আসনে জয়ী, ৪টি আসনে এগিয়ে। এনসিপি ৪ আসনে জয়ী, ৩টি আসনে এগিয়ে। অন্যান্যরা ১১আসনে জয়ী, ৩ আসনে এগিয়ে।

ত্রিপুরায় ২৬ আসনে জয়ী বিজেপি, ৭ আসনে এগিয়ে বিজেপি। বাম-কংগ্রেস জোট জয়ী ৯ আসনে, এগিয়ে ৫ আসনে। ত্রিপরামোথা ১২ আসনে জয়ী, ১ আসনে এগিয়ে। অন্যান্যরা শূন্য।

মেঘালয়ে ৩টি আসনে এগিয়ে বিজেপি। ৪টি আসনে জয়ী কংগ্রেস, ২ আসনে এগিয়ে কংগ্রসে। এনপিপি ৯ আসনে এগিয়ে, জয়ী ১৬ আসনে। তৃণমূল জয়ী ৩টি আসনে, এগিয়ে ২ আসনে। অন্যান্যরা ১৪ আসনে জয়ী, এগিয়ে ৬ আসনে।

 

নাগাল্যান্ডে ২৭ আসনে জয়, ৯ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস শূন্য। এনপিএফ ১ আসনে জয়ী, ১টি আসনে এগিয়ে। এনসিপি ২ আসনে জয়ী, ৫টি আসনে এগিয়ে। অন্যান্যরা ৯ আসনে জয়ী, ৬ আসনে এগিয়ে।

ত্রিপুরায় ২৩ আসনে জয়ী বিজেপি, ১১ আসনে এগিয়ে বিজেপি। বাম-কংগ্রেস জোট জয়ী ৬ আসনে, এগিয়ে ৮ আসনে। ত্রিপরামোথা ৮ আসনে জয়ী, ৪ আসনে এগিয়ে। অন্যান্যরা শূন্য।

মেঘালয়ে ৩টি আসনে এগিয়ে বিজেপি। ৪টি আসনে জয়ী কংগ্রেস, ২ আসনে এগিয়ে কংগ্রসে। এনপিপি ১৬ আসনে এগিয়ে, জয়ী ৯ আসনে। তৃণমূল জয়ী ১টি আসনে, এগিয়ে ৪ আসনে।

 

নাগাল্যান্ডে আরও কমল বিজেপির আসন। গণনায় এখন বিজেপির আসন কমে দাঁড়িয়েছে ৩৫। জয় এসেছে ৩ আসনে। কংগ্রেস এগিয়ে ২ আসনে। এনপিএফ এগিয়ে মাত্র ১ আসনে। এনসিপি এগিয়ে ৬ আ,নে। অন্যদিকে, অন্যান্যরা এগিয়ে ১৩ আসনে।

ত্রিপুরায় বিজেপি এগিয়ে ৩১ আসনে। বাম-বিজেপি জোট এগিয়ে ১৮ আসনে। ত্রিপরামোথা এগিয়ে ১০ আসনে। অন্যান্যরা এগিয়ে ১ আসনে।

মেঘালয়ে ৭টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রসে এগিয়ে ৫ আসনে। এনপিপি এগিয়ে ২৩ আসনে। তৃণমূল এগিয়ে ৪ আসনে। অন্যদিকে অন্যান্যরা এগিয়ে ১৯ আসনে।

 

মেঘালয়ে গত ৫০ বছর ধরে কোনও দল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায় না। তবে গুরুত্বপূর্ণ বি,য় হল তৃণমূলের উত্থান। তারা এখনওপর্য়ন্ত ৭টি আসনে এগিয়ে রয়েছে। গারো পাহাড় এলাকাতাতেই তারা ভোট পেয়েছে। এই প্রবণতা যদি বজায় থাকে তাহলে সরকার ঘঠনে বড় ভূমিকা নিতে পারে তৃণণূল কংগ্রেস। গতবার ২১ বিধায়ক থাকা সত্বেও সরকার গড়েছিল বিজেপি ও এনপিপি। পরবর্তীতে মুকুল সাংমা-সব ১২ কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগদান করে। এবার দিন গড়লেই বোঝা যাবে জোট সরকারের দিকে এগোচ্ছে কিনা মেঘালয়।

 

নাগাল্যান্ডে বিজেপির আসন কমছেই। এখনওপর্যন্ত নাগাল্য়ান্ডে বিজেপি এগিয়ে ৪২ আসনে। একটি আসনে জয়লাভ করেছে। এনপিএফ এগিয়ে ৩ আসনে। এনসিপি এগিয়ে ৫ আসনে। অন্যান্যরা এগিয়ে ৯ আসনে। 

ত্রিপুরায় কিছুটা বাড়ল বিজেপি। এখন সেখানে বিজেপি এগিয়ে ৩১ আসনে। বাম-কংগ্রেস জোট ১৫ আসনে এগিয়ে। ত্রিপরামোথা এগিয়ে ১৩ আসনে। অন্যান্যরা এগিয়ে ১ আসনে। 

মেঘালয়ে বিজেপি এগিয়ে ৭ আসনে। কংগ্রেস এগিয়ে ৩ আসনে। এনপিপি এগিয়ে ২৪ আসনে। তৃণমূল এগিয়ে ৭ আসনে। অন্যান্যরকা এগিয়ে ১৮ আসনে।

 

নাগাল্যান্ডে আরও নামল বিজেপি। এখন বিজেপি এগিয়ে ৪৪ আসনে। পিছিয়ে পড়ল কংগ্রসেও। তারা এখন ২ আসনে এগিয়ে। এনপিএফ এগিয়ে ৩ আসনে। এনসিপি এগিয়ে ৬ আসনে। অন্যান্যরা এগিয়ে ৫ আসনে। 

ত্রিপুরাওতেও কমল বিজেপি। সেখানে এখন বিজেপি এগিয়ে ২৮ আসনে। বাম-কংগ্রসে জোট এগিয়ে ২০ আসনে। ত্রিপরামোতা এগিয়ে ১২ আসনে। 

মেঘালয়ে বিজেপি এগিয়ে ৭ আসনে। কংগ্রেস এগিয়ে ৬ আসনে। এনপিপি এগিয়ে ২৬ আসনে। তৃণমূল এগিয়ে ৯ আসনে। অন্যান্যরা এগিয়ে ১১ আসনে।

 

নাগাল্যান্ডে কিছুটা পিছিয়ে পড়ল বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি এগিয়ে ৪৭ আসনে।  এনপিএফ এগিয়ে ৩ আসনে। এনসিপি এগিয়ে ৪ আসনে। অন্যান্যরা এগিয়ে ৬ আসনে।

ত্রিপুরায় ৩১ আসনে এগিয়ে বিজেপি। বাম-কংগ্রসে জোট এগিয়ে ১৯ আসনে। ত্রিপরামোথা এগিয়ে ৯ আসনে। অন্যান্যরা ১ আসনে।

মেঘালয়ে বিজেপি এগিয়ে ৮ আসনে। কংগ্রেস এগিয়ে ৬ আসনে। এনপিপি এগিয়ে ২৪ আসনে। তৃণমূল এগিয়ে ১০ আসনে। অন্যান্যরা এগিয়ে ১১ আসনে।

 

 

মেঘালয়ে এগিয়ে কনরাড সাংমা, মুকুল সাংমা, চার্লস পিংরোপ, কংগ্রেসের ভিনসেন্ট পালা, এনপিপির জেমস সাংমা। 

নাগাল্য়ান্ডে এগিয়ে নিফিও রিও।

 

নাগাল্যন্ডে ৫৪ আসনে এগিয়ে বিজেপি। এনপিএফ ২ আসনে এগিয়ে। এনসিপি ৩ আসনে এগিয়ে। অন্যান্যরা এগিয়ে ১ আসনে।

ত্রিপুরায় বিজেপি এগিয়ে রয়েছে ৩০ আসনে। বাম-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ২০টি আসনে। ত্রিপরামোথা এগিয়ে ৯ আসনে। অন্যান্যরা ১ আসনে।

মেঘালয়ে বিজেপি এগিয়ে ৯ আসনে। কংগ্রেস ৬ আসনে। এনপিপি ২৫ আসন, টিএমসি এগিয়ে ১২ আসনে, অন্যান্যরা এগিয়ে ৭ আসনে।

 

নাগাল্যান্ডে ৫১ আসনে এগিয়ে বিজেপি। এনসিপি এগিয়ে ৩ আসনে, এনপিএফ এগিয়ে ২ আসনে।

ত্রিপুরায় ৩৩ আসনে এগিয়ে বিজেপি। ১৫ আসনে এগিয়ে বাম-কংগ্রেস জোট। ত্রিপরা মোথা এগিয়ে ১০ আসনে। 

মেঘালয়ে বিজেপি এগিয়ে ৯ আসনে। কংগ্রেস এগিয়ে ৮ আসনে। এনপিপিএগিয়ে ২২ আসনে। টিএমসি এগিয়ে ১০ আসনে। অন্যান্যরা এগিয়ে ৯ আসনে। 

 

নাগাল্য়ান্ডে ৫০ আসনে এগিয়ে গেল বিজেপি। এনপিএফ ২ আসনে। এনসিপি ২ আসনে এগিয়ে
ত্রিপুরায় ৩০ আসনে এগিয়ে বিজেপি। বাম-কংগ্রেস জোট এগিয়ে ১৪ আসনে। ত্রিপরামোথা এগিয়ে ৮ আসনে।
মেঘালয়ে বিজেপি এগিয়ে ৮ আসনে। কংগ্রেস এগিয়ে ৭ আসনে। এনপিপি এগিয়ে ২১ আসনে। তৃণমূল এগিয়ে ১২ আসনে। 

ত্রিপুরায় এগিয়ে মানিক সাহা ও প্রতিমা ভৌমিক, সুদীপ রায় বর্মন। মেঘালয়ে এগিয়ে মুকুল সাংমা।

 

নাগাল্যান্ডে ৪০ আসনে এগিয়ে বিজেপি। এনপিএফ ৪ আসনে, এনসিপি ১ আসনে, অন্যান্যরা ৩ আসনে এগিয়ে।
ত্রিপুরায় ৩২ আসনে এগিয়ে বিজেপি। বাম-কংগ্রসে জোট ১২ আসনে এগিয়ে। ত্রিপরামোথা ৮ আসনে এগিয়ে। 
মেঘালয়ে বিজেপি ৮ আসনে, কংগ্রেস ৭ আসনে, তৃণমূল ১৩ আসনে, এনপিপি ২৩ আসনে এগিয়ে, অন্যান্যরা ৪ আসনে এগিয়ে।

 

নাগাল্যান্ডে বিজেপি-এনডিপিপি জোট এগিয়ে ৩৪ আসনে। এনপিএফ এগিয়ে ২ আসনে। 
ত্রিপুরায় বিজেপি এগিয়ে ৩০ আসনে। বাম-কংগ্রেস জোট এগিয়ে ১১ আসনে। ত্রিপুরা মোথা এগিয়ে ৫ আসনে।
মেঘালয়ে এনপিপি এগিয়ে ২০ আসনে। তৃণমূল এগিয়ে ৯ আসনে। কংগ্রেস ৭ আসনে। ইউডিপি ৭ আসনে। বিজেপি ৭ আসনে। অন্যান্য ২ আসনে।

 

কোহিমায় ডিসি অফিসে শুরু হয়েছে ভোটগণনা। আগে পোস্টাল ব্যালট খোলা হবে। তারপর ব্যালট। নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিস। এনডিপিপি ও বিজেপি এবার কী করে সেটাই দেখার। 

 

 

 

 

 

ত্রিপুরা(মোট আসন ৬০)
মেঘালয়(৫৯/৬০)
নাগাল্যান্ড(৫৯/৬০)

 

 

 

 

 

 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

2 March 2023, 16:30 PM

নাগাল্যান্ডে ৩৪ আসনে জয়, ৩ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস শূন্য। এনপিএফ ৩ আসনে জয়ী, ৪টি আসনে এগিয়ে। এনসিপি ৪ আসনে জয়ী, ৩টি আসনে এগিয়ে। অন্যান্যরা ১১আসনে জয়ী, ৩ আসনে এগিয়ে।

ত্রিপুরায় ২৬ আসনে জয়ী বিজেপি, ৭ আসনে এগিয়ে বিজেপি। বাম-কংগ্রেস জোট জয়ী ৯ আসনে, এগিয়ে ৫ আসনে। ত্রিপরামোথা ১২ আসনে জয়ী, ১ আসনে এগিয়ে। অন্যান্যরা শূন্য।

মেঘালয়ে ৩টি আসনে এগিয়ে বিজেপি। ৪টি আসনে জয়ী কংগ্রেস, ২ আসনে এগিয়ে কংগ্রসে। এনপিপি ৯ আসনে এগিয়ে, জয়ী ১৬ আসনে। তৃণমূল জয়ী ৩টি আসনে, এগিয়ে ২ আসনে। অন্যান্যরা ১৪ আসনে জয়ী, এগিয়ে ৬ আসনে।

2 March 2023, 15:30 PM

নাগাল্যান্ডে ২৭ আসনে জয়, ৯ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস শূন্য। এনপিএফ ১ আসনে জয়ী, ১টি আসনে এগিয়ে। এনসিপি ২ আসনে জয়ী, ৫টি আসনে এগিয়ে। অন্যান্যরা ৯ আসনে জয়ী, ৬ আসনে এগিয়ে।

ত্রিপুরায় ২৩ আসনে জয়ী বিজেপি, ১১ আসনে এগিয়ে বিজেপি। বাম-কংগ্রেস জোট জয়ী ৬ আসনে, এগিয়ে ৮ আসনে। ত্রিপরামোথা ৮ আসনে জয়ী, ৪ আসনে এগিয়ে। অন্যান্যরা শূন্য।

মেঘালয়ে ৩টি আসনে এগিয়ে বিজেপি। ৪টি আসনে জয়ী কংগ্রেস, ২ আসনে এগিয়ে কংগ্রসে। এনপিপি ১৬ আসনে এগিয়ে, জয়ী ৯ আসনে। তৃণমূল জয়ী ১টি আসনে, এগিয়ে ৪ আসনে।

2 March 2023, 12:30 PM

নাগাল্যান্ডে আরও কমল বিজেপির আসন। গণনায় এখন বিজেপির আসন কমে দাঁড়িয়েছে ৩৫। জয় এসেছে ৩ আসনে। কংগ্রেস এগিয়ে ২ আসনে। এনপিএফ এগিয়ে মাত্র ১ আসনে। এনসিপি এগিয়ে ৬ আ,নে। অন্যদিকে, অন্যান্যরা এগিয়ে ১৩ আসনে।

ত্রিপুরায় বিজেপি এগিয়ে ৩১ আসনে। বাম-বিজেপি জোট এগিয়ে ১৮ আসনে। ত্রিপরামোথা এগিয়ে ১০ আসনে। অন্যান্যরা এগিয়ে ১ আসনে।

মেঘালয়ে ৭টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রসে এগিয়ে ৫ আসনে। এনপিপি এগিয়ে ২৩ আসনে। তৃণমূল এগিয়ে ৪ আসনে। অন্যদিকে অন্যান্যরা এগিয়ে ১৯ আসনে।

2 March 2023, 11:15 AM

মেঘালয়ে গত ৫০ বছর ধরে কোনও দল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায় না। তবে গুরুত্বপূর্ণ বি,য় হল তৃণমূলের উত্থান। তারা এখনওপর্য়ন্ত ৭টি আসনে এগিয়ে রয়েছে। গারো পাহাড় এলাকাতাতেই তারা ভোট পেয়েছে। এই প্রবণতা যদি বজায় থাকে তাহলে সরকার ঘঠনে বড় ভূমিকা নিতে পারে তৃণণূল কংগ্রেস। গতবার ২১ বিধায়ক থাকা সত্বেও সরকার গড়েছিল বিজেপি ও এনপিপি। পরবর্তীতে মুকুল সাংমা-সব ১২ কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগদান করে। এবার দিন গড়লেই বোঝা যাবে জোট সরকারের দিকে এগোচ্ছে কিনা মেঘালয়।

2 March 2023, 11:00 AM

নাগাল্যান্ডে বিজেপির আসন কমছেই। এখনওপর্যন্ত নাগাল্য়ান্ডে বিজেপি এগিয়ে ৪২ আসনে। একটি আসনে জয়লাভ করেছে। এনপিএফ এগিয়ে ৩ আসনে। এনসিপি এগিয়ে ৫ আসনে। অন্যান্যরা এগিয়ে ৯ আসনে। 

ত্রিপুরায় কিছুটা বাড়ল বিজেপি। এখন সেখানে বিজেপি এগিয়ে ৩১ আসনে। বাম-কংগ্রেস জোট ১৫ আসনে এগিয়ে। ত্রিপরামোথা এগিয়ে ১৩ আসনে। অন্যান্যরা এগিয়ে ১ আসনে। 

মেঘালয়ে বিজেপি এগিয়ে ৭ আসনে। কংগ্রেস এগিয়ে ৩ আসনে। এনপিপি এগিয়ে ২৪ আসনে। তৃণমূল এগিয়ে ৭ আসনে। অন্যান্যরকা এগিয়ে ১৮ আসনে।

2 March 2023, 10:30 AM

ত্রিপুরা-নাগাল্যান্ডে পিছিয়ে পড়ছে বিজেপি, মেঘালয়ে জোর টক্কর তৃণমূলের

নাগাল্যান্ডে আরও নামল বিজেপি। এখন বিজেপি এগিয়ে ৪৪ আসনে। পিছিয়ে পড়ল কংগ্রসেও। তারা এখন ২ আসনে এগিয়ে। এনপিএফ এগিয়ে ৩ আসনে। এনসিপি এগিয়ে ৬ আসনে। অন্যান্যরা এগিয়ে ৫ আসনে। 

ত্রিপুরাওতেও কমল বিজেপি। সেখানে এখন বিজেপি এগিয়ে ২৮ আসনে। বাম-কংগ্রসে জোট এগিয়ে ২০ আসনে। ত্রিপরামোতা এগিয়ে ১২ আসনে। 

মেঘালয়ে বিজেপি এগিয়ে ৭ আসনে। কংগ্রেস এগিয়ে ৬ আসনে। এনপিপি এগিয়ে ২৬ আসনে। তৃণমূল এগিয়ে ৯ আসনে। অন্যান্যরা এগিয়ে ১১ আসনে।

2 March 2023, 10:00 AM

নাগাল্যান্ডে কিছুটা পিছিয়ে পড়ল বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি এগিয়ে ৪৭ আসনে।  এনপিএফ এগিয়ে ৩ আসনে। এনসিপি এগিয়ে ৪ আসনে। অন্যান্যরা এগিয়ে ৬ আসনে।

ত্রিপুরায় ৩১ আসনে এগিয়ে বিজেপি। বাম-কংগ্রসে জোট এগিয়ে ১৯ আসনে। ত্রিপরামোথা এগিয়ে ৯ আসনে। অন্যান্যরা ১ আসনে।

মেঘালয়ে বিজেপি এগিয়ে ৮ আসনে। কংগ্রেস এগিয়ে ৬ আসনে। এনপিপি এগিয়ে ২৪ আসনে। তৃণমূল এগিয়ে ১০ আসনে। অন্যান্যরা এগিয়ে ১১ আসনে।

2 March 2023, 09:45 AM

মেঘালয়ে এগিয়ে কনরাড সাংমা, মুকুল সাংমা, চার্লস পিংরোপ, কংগ্রেসের ভিনসেন্ট পালা, এনপিপির জেমস সাংমা। 

নাগাল্য়ান্ডে এগিয়ে নিফিও রিও।

2 March 2023, 09:30 AM

নাগাল্যন্ডে ৫৪ আসনে এগিয়ে বিজেপি। এনপিএফ ২ আসনে এগিয়ে। এনসিপি ৩ আসনে এগিয়ে। অন্যান্যরা এগিয়ে ১ আসনে।

ত্রিপুরায় বিজেপি এগিয়ে রয়েছে ৩০ আসনে। বাম-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ২০টি আসনে। ত্রিপরামোথা এগিয়ে ৯ আসনে। অন্যান্যরা ১ আসনে।

মেঘালয়ে বিজেপি এগিয়ে ৯ আসনে। কংগ্রেস ৬ আসনে। এনপিপি ২৫ আসন, টিএমসি এগিয়ে ১২ আসনে, অন্যান্যরা এগিয়ে ৭ আসনে।

2 March 2023, 09:15 AM

ত্রিপুরায় এগিয়ে মানিক সাহা ও প্রতিমা ভৌমিক, সুদীপ রায় বর্মন। মেঘালয়ে এগিয়ে মুকুল সাংমা।

 

নাগাল্যান্ডে ৫১ আসনে এগিয়ে বিজেপি। এনসিপি এগিয়ে ৩ আসনে, এনপিএফ এগিয়ে ২ আসনে।

ত্রিপুরায় ৩৩ আসনে এগিয়ে বিজেপি। ১৫ আসনে এগিয়ে বাম-কংগ্রেস জোট। ত্রিপরা মোথা এগিয়ে ১০ আসনে। 

মেঘালয়ে বিজেপি এগিয়ে ৯ আসনে। কংগ্রেস এগিয়ে ৮ আসনে। এনপিপিএগিয়ে ২২ আসনে। টিএমসি এগিয়ে ১০ আসনে। অন্যান্যরা এগিয়ে ৯ আসনে। 

2 March 2023, 09:00 AM

নাগাল্য়ান্ডে ৫০ আসনে এগিয়ে গেল বিজেপি। এনপিএফ ২ আসনে। এনসিপি ২ আসনে এগিয়ে
ত্রিপুরায় ৩০ আসনে এগিয়ে বিজেপি। বাম-কংগ্রেস জোট এগিয়ে ১৪ আসনে। ত্রিপরামোথা এগিয়ে ৮ আসনে।
মেঘালয়ে বিজেপি এগিয়ে ৮ আসনে। কংগ্রেস এগিয়ে ৭ আসনে। এনপিপি এগিয়ে ২১ আসনে। তৃণমূল এগিয়ে ১২ আসনে। 

 

2 March 2023, 08:45 AM

নাগাল্যান্ডে ৪০ আসনে এগিয়ে বিজেপি। এনপিএফ ৪ আসনে, এনসিপি ১ আসনে, অন্যান্যরা ৩ আসনে এগিয়ে।

ত্রিপুরায় ৩২ আসনে এগিয়ে বিজেপি। বাম-কংগ্রসে জোট ১২ আসনে এগিয়ে। ত্রিপরামোথা ৮ আসনে এগিয়ে। 

মেঘালয়ে বিজেপি ৮ আসনে, কংগ্রেস ৭ আসনে, তৃণমূল ১৩ আসনে, এনপিপি ২৩ আসনে এগিয়ে, অন্যান্যরা ৪ আসনে এগিয়ে।

2 March 2023, 08:30 AM

নাগাল্যান্ডে বিজেপি-এনডিপিপি জোট এগিয়ে ৩৪ আসনে। এনপিএফ এগিয়ে ২ আসনে। 

ত্রিপুরায় বিজেপি এগিয়ে ৩০ আসনে। বাম-কংগ্রেস জোট এগিয়ে ১১ আসনে। ত্রিপুরা মোথা এগিয়ে ৫ আসনে।

মেঘালয়ে এনপিপি এগিয়ে ২০ আসনে। তৃণমূল এগিয়ে ৯ আসনে। কংগ্রেস ৭ আসনে। ইউডিপি ৭ আসনে। বিজেপি ৭ আসনে। অন্যান্য ২ আসনে।

2 March 2023, 08:15 AM

নাগাল্যান্ডে বিজেপি-এনডিপিপি এগিয়ে ৪ আসনে। এনপিএফ এগিয়ে ১ আসনে।
মেঘালয়ে এনপিপি এগিয়ে ৫ আসনে। টিএমসি এগিয়ে ৪ আসনে। বিজেপি ২ আসনে ও কংগ্রেস ২ আসনে এগিয়ে। ত্রিপুরায় ১৭ আসেনে এগিয়ে বিজেপি। কংগ্রেস ও বাম জোট এগিয়ে ৬ আসনে। ত্রিপরা এগিয়ে ৩ আসনে।

 

2 March 2023, 08:15 AM

নাগাল্যান্ডে ১ টি আসনে এগিয়ে বিজেপি

2 March 2023, 08:15 AM

কোহিমায় ডিসি অফিসে শুরু হয়েছে ভোটগণনা। আগে পোস্টাল ব্যালট খোলা হবে। তারপর ব্যালট। নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিস। এনডিপিপি ও বিজেপি এবার কী করে সেটাই দেখার।