Budget 2024: মধ্যবিত্তদের ভাঁড়ারে টান না মিলল সুরাহা? একনজরে Budget Highlights...

Budget announcement 2024: নির্মলা সীতারামন এই নিয়ে সপ্তমবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন। সংসদ টিভিতে এটি সম্প্রচার করা হবে। 

Last Updated: Tuesday, July 23, 2024 - 13:18
Budget 2024: মধ্যবিত্তদের ভাঁড়ারে টান না মিলল সুরাহা? একনজরে Budget Highlights...

New budget 2024:  তৃতীয়বারের জন্য সরকার গড়েছেন নরেন্দ্র মোদী। দেশ দীর্ঘ সময় ধরে সুস্থিত ও সংহত একটি সরকার পেয়েছে। তাই সেই সরকারের থেকে প্রত্যাশাও অনেক বেশি সাধারণ মানুষের। আজ সংসদে পেশ করা হবে প্রত্যাশার সেই কেন্দ্রীয় বাজেট। পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১টায় তিনি শুরু করবেন তাঁর বাজেট বক্তৃতা। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

23 July 2024, 12:30 PM

Budget 2024: মধ্যবিত্তদের জন্য সুখবর। বাজেটে করছাড়ের ঘোষণা। নতুন আয়কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানোর ঘোষণা।
নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করার ঘোষণা।
পেনশনভোগীদের ক্ষেত্রে ফ্যামিলি পেনশনের উপর ডিডাকশন ১৫ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করা হল।
বার্ষিক ৩ লাখ টাকা পর্যন্ত কোনও আয়কর নয়।

বার্ষিক ০-৩ লাখ আয়ে কোনও কর নেই।
বার্ষিক ৩-৭ লাখ আয়ে ৫ শতাংশ হারে কর।
বার্ষিক ৭-১০ লাখ আয়ে ১০ শতাংশ হারে কর।
বার্ষিক ১০-১২ লাখ টাকা আয়ে ১৫ শতাংশ হারে কর।
বার্ষিক ১২-১৫ লাখ টাকার উপর আয়ে ২০ শতাংশ হারে কর।
বার্ষিক ১৫ লাখ টাকার উপর আয়ে ৩০ শতাংশ হারে কর।

আয়কর দিতে দেরি হলে জরিমানা নয়।
অপরিবর্তিত থাকল পুরনো করকাঠামো।

23 July 2024, 12:30 PM

Budget 2024: সোনা-রুপোর দাম কমছে। কমানো হচ্ছে কাস্টমস ডিউটি। ১৫ শতাংশ থেকে ৬ শতাংশ করা হচ্ছে কাস্টমস ডিউটি। সস্তা হচ্ছে মোবাইল চার্জার, মোবাইল পার্টস, জুতো-চটি।

23 July 2024, 12:00 PM

Budget 2024: মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়।
শহুরে গরিবদের আবাসনের জন্য ১০ লাখ কোটি। 
জিএসটি আদায়ের হার কমেছে। জিএসটি আরও সরল করা হচ্ছে।
কাস্টমস ডিউটির হার পর্যালোচনার নির্দেশ
মেডিসিনে ক্যানসার রোগীদের ক্ষেত্রে কাস্টমস ডিউটিতে ছাড়। 

23 July 2024, 12:00 PM

Budget 2024: মুদ্রা লোন প্রকল্পে বাড়ল ঊর্ধ্বসীমা। ১০ লাখ থেকে বাড়িয়ে করা হল ২০ লাখ।

পর্যটনে বিশেষ জোর। বিষ্ণুপাদ মন্দির গয়াতে, মহাবোধি মন্দির বোধগয়াতে তৈরি করা হবে।
বিষ্ণুপাদ মন্দির করিডর, মহাবোধি মন্দির করিডর যুক্ত হবে কাশী বিশ্বনাথ মন্দির করিডররে সঙ্গে।
সারা বিশ্বের পুণ্যার্থীদের জন্য বিশ্বমানের করিডর।
হিন্দু, বৌদ্ধ ও জৈনদের কাছে অসীম গুরুত্ব রাজগিরের। ২০ তম তীর্থঙ্কর মন্দির, সপ্তঋষি মন্দির, ব্রহ্মকুণ্ডকে অধিগ্রহণ করা হবে।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্সংস্কার করা হবে। 

23 July 2024, 11:30 AM

Budget 2024: সীতারামণের বাজেট ঘোষণা-

ছোট সংস্থাগুলিকেও EPF-এর আওতায় আনা হবে।
আরও ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে।
অমৃতসর-কলকাতা ইন্ডাস্ট্রি করিডর তৈরি করা হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনায়  ৩ কোটি বাড়ি তৈরি করা হবে।
গ্রামোন্নয়নে ৪.৬৬ হাজার কোটি বরাদ্দ।

 

23 July 2024, 11:30 AM

Budget 2024: মহিলাদের কর্মসংস্থানে উত্‍সাহ দিতে বিশেষ উদ্যোগ। মহিলাদের জন্য বিভিন্ন স্কিমে বরাদ্দ ৩ লাখ কোটিরও বেশি। এটা মহিলাদের উন্নয়নে সরকারের সদিচ্ছা প্রমাণ করে।

23 July 2024, 11:30 AM

Budget 2024: বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন-

বাজেটে ৯ বিষয়ের উপর জোর দেওয়া হবে।
আরও ৫ রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ড চালু করা হবে।
কৃষিক্ষেত্রে বরাদ্দ ১৫২ লক্ষ কোটি।
বাজেটে এনডিএ শরিক ২ রাজ্যের জন্য বিশেষ আর্থিক সাহায্য়ের ঘোষণা।
বিহারের উন্নয়নে ২৬ হাজা কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ।
অন্ধ্রপ্রদেশের জন্যও ১৫ হাজার কোটির বিশেষ আর্থিক প্যাকেজ।

রাজধানী অমরবতী তৈরিতে এই প্যাকেট।

23 July 2024, 11:30 AM

Budget 2024: নির্মলা সীতারামণ আরও বলেন-

২০ লাখ যুবকে ৫ বছর ধরে স্কিল প্রশিক্ষণ দেওয়া হবে।
১০০০ ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রশিক্ষণ সেন্টার।
উচ্চশিক্ষায় যুবদের জন্য ঋণের সুবিধা।
দেশীয় প্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় সর্বোচ্চ ১০ লাখ ঋণের সুবিধা।
এর জন্য ১ লাখ পড়ুয়াকে সরাসরি ই-ভাউচার দেওয়া হবে। 
বার্ষিক ৩ শতাংশ সুদের হারে এই লোন দেওয়া হবে।
প্রথমবার চাকরিতে যোগদানকারীদের বিশেষ সুবিধা।
একমাসের বেতন প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হবে।
৩ ধাপে প্রভিডেন্ট ফান্ডে একমাসের বেতন।

23 July 2024, 11:15 AM

Budget 2024: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ভাষণ-

কৃষিক্ষেত্রে ডিজিটাল পাবলিক পরিকাঠামোয় বিশেষ জোর।
জৈবকৃষির উপর বিশেষ জোর।
জৈবকৃষির আওতায় ১ কোটি কৃষককে যুক্ত করার ভাবনা।
নাবার্ডের মাধ্যমে মত্‍স্যচাষে বাড়তি গুরুত্ব।
৬ কোটি কৃষকের তথ্য নথিবদ্ধ করা হবে।
সবজি সরবরাহ চেন তৈরি করা হবে।
বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দার মধ্যেও ভারতে দিশার আলো।

23 July 2024, 11:15 AM

Budget 2024: বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন-

গরিব, মহিলা, যুব, অন্নদাতা- দেশের এই ৪ শ্রেণিকে বিশেষ গুরুত্ব। 
বিকশিত ভারতের জন্য নির্দিষ্ট রোডম্যাপ।
বিকাশের এই ধারা বজায় থাকবে।
দেশের অর্থনীতি বিকাশের হার ঊর্ধ্বমুখী।
কৃষিতে উত্‍পাদনে জোর।
কর্মসংস্থান ও দক্ষতায় বিশেষ জোর।
তৈল উত্‍পাদনে আত্মনির্ভরতার উপর বিশেষ জোর।
কৃষিতে গবেষণায় জোর দেওয়া হবে।

 

23 July 2024, 11:00 AM

Budget 2024: দেশের ৪ শ্রেনীকে বিশেষ গুরুত্ব। গরিব, মহিলা, কৃষক এবং যুবক। দেশের ক্ষুদ্রশিল্প এবং মধ্যবিত্তের প্রতি বিশেষ গুরুত্ব। কর্মসংস্থান ও দক্ষতায় বিশেষ জোর। বিকশিত ভারতের জন্য় রোডম্যাপ। দেশের অর্থনীতিত বিকাশের হার ঊর্ধ্বমুখী করা। কৃষিক্ষেত্রে সংস্কার ও গবেষণায় বিশেষ জোর। 

23 July 2024, 10:00 AM

Budget 2024: বাজেট পেশের আগে রাষ্ট্রপতিভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

23 July 2024, 09:30 AM

Budget 2024: বিমা সংস্থাগুলি বহুদিন ধরেই সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল যাতে কেন্দ্র সরকার বিমার প্রিমিয়ামের ক্ষেত্রে আলাদাভাবে নাগরিকদের কর ছাড়ের ব্যবস্থা করেন। এর ফলে বিমার গ্রাহকদের অনেক লাভ হবে এবং দীর্ঘমেয়াদে এই বিমার জন্য বিনিয়োগ করতে পারবেন সাধারণ মানুষও।

23 July 2024, 09:00 AM

Budget 2024: বিশ্লেষকরা মনে করছেন, এ বছরের বাজেটে মোদি সরকার জনমোহিনী পথ অবলম্বন করতে পারে। বিজেপি তার শরিকদের সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরে আসা সত্ত্বেও, তারা প্রত্যাশিত হিসাবে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, এবং বিরোধীরা আগের দুই মেয়াদের তুলনায় এবার শক্তিশালী। 

23 July 2024, 09:00 AM

Budget 2024: মধ্যবিত্তের দিকেও বাড়তি ফোকাস হতে পারে। প্রধানমন্ত্রী মোদী ৭ জুন তাঁর ভাষণে বলেছিলেন যে মধ্যবিত্তরাই দেশের উন্নয়নের চালক। তাঁদের মঙ্গল এবং সুবিধা আমাদের অগ্রাধিকার।

23 July 2024, 09:00 AM

Budget 2024: ওয়াকিবহাল মহল বলছে, এই বাজেটের মূল লক্ষ্য হবে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলা। ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার ব্লুপ্রিন্টও তৈরি হবে এই বাজেটে।

23 July 2024, 08:45 AM

Budget 2024: সপ্তমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজি দেশাই টানা ছ’বার বাজেট পেশ করেছিলেন। সেই রেকর্ড এবার ভাঙবেন নির্মলা। এ বার অর্থমন্ত্রীর আসল চিন্তা হল, বাজেটে রাজনৈতিক বাস্তব ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভারসাম্য রক্ষা।