10 February 2022, 13:15 PM
বেলা বাড়তেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বাড়ল ভোটদানের হার। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৩ শতাংশ।
10 February 2022, 11:15 AM
যোগী মন্ত্রিসভার মোট ৯জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ আজ। উত্তরপ্রদেশের মন্ত্রী অতুল গর্গ কবি নগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন। উল্লেখ্য যোগী মন্ত্রিসভার মোট ৯জন মন্ত্রীর আজকে ভাগ্য নির্ধারণ হবে।
10 February 2022, 11:15 AM
সকাল ৯.৩০ পর্যন্ত ভোটদানের হার ৭.৯৫%। রাহুলের প্রতিক্রিয়া, ভয় থেকে দেশকে মুক্ত করুন, উত্তর প্রদেশে ভোটগ্রহণের পরে প্রতিক্রিয়া রাহুলের।
देश को हर डर से आज़ाद करो-
बाहर आओ, वोट करो!— Rahul Gandhi (@RahulGandhi) February 10, 2022
10 February 2022, 10:00 AM
মথুরা, আলিগড়ে ভোটের হার ৮ শতাংশের উপর। সকাল ৯টা পর্যন্ত মথুরার ভোটের হার ৮.৪। সকাল ৯টা নাগাদ আলিগড়ে ভোটের হার ছিল৮.৩৯ শতাংশ। তাছাড়া বাগপতে ১১%, মীরাটে ৯%, হাপুড়ে ৮.১৬% এবং বুলন্দশহরে ৭.৩৪% ভোট পড়েছে।
10 February 2022, 08:15 AM
ভোটারদের উদ্দেশে ভিডিয়ো বার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের ভোটারদের সতর্ক করেছেন যে বিরোধী দলগুলিকে ক্ষমতায় ফিরতে দেওয়া হলে উত্তরপ্রদেশ কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং কেরালায় পরিণত হবে।
10 February 2022, 08:15 AM
প্রথম দফায় মোট ৬২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২ কোটি ২৭ লক্ষ ভোটদাতা।