বিহার থেকে তুলে নেওয়া হল Lockdown, তবে ১৫ জুন পর্যন্ত জারি বিধিনিষেধ

 অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Updated By: Jun 8, 2021, 12:54 PM IST
বিহার থেকে তুলে নেওয়া হল Lockdown, তবে ১৫ জুন পর্যন্ত জারি বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদন: কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই বিহার (Bihar) থেকে তুলে নেওয়া হল Lockdown। ৮ জুন মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিতীশ কুমার (CM Nitish Kumar ) টুইট করে জানিয়েছেন, লকডাউনের কারণে করোনা সংক্রমণ হ্রাস (Covid Update) পেয়েছে। অতএব, লকডাউন তুলে নিয়ে জারি থাকবে নাইট কার্ফু (Night curfew)। সন্ধ্যা ৭ টা থেকে পরের দিন সকাল ৫ টা পর্যন্ত জারি থাকবে কার্ফু।  ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে সরকারি ও বেসরকারি অফিসগুলি বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। দোকান খুলে রাখার সময় বিকেল ৫ টা ৫০ মিনিট পর্যন্ত বাড়ানো হল।

 

এছাড়া তিনি এও জানিয়েছেন,  অনলাইনে পড়োশোনা চালু থাকবে। বেসরকারি ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেওয়া হবে। এই ব্যবস্থা আগামী এক সপ্তাহের জন্য কার্যকর হবে। তবুও, অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.