সুপার স্পেশালিটি হাসপাতালে বেড থেকে পড়ে মৃত্যু রোগিনীর

বুধবার রাতে ডাক্তার দেখে জানিয়েছিলেন বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হবে মুনমুন দেবীকে।

Updated By: Apr 25, 2019, 01:20 PM IST
সুপার স্পেশালিটি হাসপাতালে বেড থেকে পড়ে মৃত্যু রোগিনীর

নিজস্ব প্রতিবেদন : গাফিলতির চূড়ান্ত। হাসপাতালের বেড থেকে পড়ে গেল রোগী। দুর্ঘটনার জেরে মৃত্যু হল ওই রোগীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে।

জানা গিয়েছে, মৃতের নাম মুনমুন মণ্ডল। বয়স ৪৩ বছর। বনগাঁর গোপালনগরের চালকি এলাকার বাসিন্দা ছিলেন মুনমুন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত মঙ্গলবার বনগাঁর সুপার স্পেশালিটি হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন তিনি। পরিবারের তরফে জানানো হয়েছে, বুধবার রাতে ডাক্তার দেখে জানিয়েছিলেন বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হবে মুনমুন দেবীকে।

আরও পড়ুন, পঞ্চম শ্রেণির ছাত্রীকে 'ধর্ষণ' মুদি ব্যবসায়ীর, পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

কিন্তু আজ সকালে হাসপতাল থেকে ফোন করে তাঁদের মৃত্যু সংবাদ দেওয়া হয়। এরপরই তাঁরা হাসপাতালে এসে জানতে পারেন যে, বেড থেকে নীচে পড়ে মৃত্যু হয়েছে মুনমুন দেবীর। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গাফিলতির অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুপার।

.