নির্বাচনী প্রচারে চমক, অখিলেশের ছায়াসঙ্গী কে এই ‘বাবা’
এবার সপা-বসপা-আরএলডি জোট লড়াই করছে বিজেপির সঙ্গে। ফলে কিছুটা চাপেই রয়েছে গেরুয়া শিবির
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের প্রচারে চমক সপা প্রধান অখিলেশ যাদবের। শনিবার তাঁর সঙ্গে দেখা গেল এক গেরুয়াবসন ‘বাবা’-র। দেখতে অনেকটা আদিত্যনাথের মতো।
টুইটারে সেই ছবি পোস্ট করেছেন অখিলেশ। ছবিতে ওই ‘বাবা’-কে পেছন থেকে দেখতে অনেকটা আদিত্যানাথের মতোই লাগছে। পরনে সেই গেরুয়া বসন, মাথা কামানো।
हम नक़ली भगवान नहीं ला सकते पर एक बाबा जी लाए हैं। ये हमारे साथ गोरखपुर छोड़ प्रदेश में सबको सरकार की सच्चाई बता रहे हैं। pic.twitter.com/GxlS0LYb6z
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 4, 2019
আরও পড়ুন-'হেরে গিয়েছে বিজেপি, তাই নিগ্রহ বিরোধীদের', কেজরিওয়ালকে চড় প্রসঙ্গে তীব্র নিন্দা করে টুইট মমতার
আদিত্যনাথকে খোঁচা দিয়ে টুইটে অখিলেশ লিখেছেন, কোনও ভুয়ো ‘বাবা’-কে আমরা সামনে আনতে পারব না। উনি গোরক্ষপুর থেকে এসেছেন। সাধারণ মানুষকে তিনি এই সরকারের সত্যটি বলবেন।
উল্লেখ্য, এবার সপা-বসপা-আরএলডি জোট লড়াই করছে বিজেপির সঙ্গে। ফলে কিছুটা চাপেই রয়েছে গেরুয়া শিবির। বসপা লড়াই করছে ৩৮ আসনে, ৩৭ আসনে লড়াই করছে সপা। আরএলডিকে দেওয়া হয়েছে ৩টি আসন।
আরও পড়ুন-পণের দাবিতে ছেলের সামনেই গায়ে আগুন মায়ের!
২০১৪ সালের নির্বাচনে খুবই ভালো ফল করেছিল বিজেপি। সেবার গেরুয়া ঝড়ে উড়ে যায় সপা, বসপা। রাজ্যে ৮০ আসনের মধ্যে ৭১ আসন পায় বিজেপি। সপা পেয়েছিল মাত্র ৫টি আসন, কংগ্রেস পায় ২টি। বিজেপির সঙ্গে জোট করে আপনা দল পেয়েছিল ২টি আসন।