মোদী জমানার আগে একাধিকবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, সাফ জানালেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল হুড়া

জেনারেল হুড়া বলেন, সেনাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। এরকম করা হলে সেনার সুদুরপ্রসারি ক্ষতি হয়ে যাবে

Updated By: May 5, 2019, 09:42 AM IST
মোদী জমানার আগে একাধিকবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, সাফ জানালেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল হুড়া

নিজস্ব প্রতিবেদন: বিদেশের মাটিতে ঢুকে জঙ্গি নিধনের কাজ আগেও করেছে ভারত। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগেও এজিনিস হয়েছে। শনিবার এমনটাই দাবি করলেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুড়া।

আরও পড়ুন-'উত্তরপ্রদেশের গাড়িতে করে টাকা বিলি করতে বেরিয়েছিলেন শান্তনু ঠাকুর', তোপ জ্যোতিপ্রিয়র

উল্লেখ্য, মোদী জমানায় ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে বহু জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। সে সময় নর্দান কমান্ডের প্রধান ছিলেন হুড়া।

শনিবার কংগ্রেসের একটি দাবি নিয়ে প্রশ্ন করা হয় হুড়াকে। ভোটের মুখে কংগ্রেস দাবি করছে তাদের আমলে মোট ৬টি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। এনিয়ে হুড়া বলেন, অতীতে একাধিকবার সীমান্তপার অভিযান করেছে ভারতীয় সেনা। কোথায় ও কখন তা করা হয়েছে তা সঠিক বলতে পারব না।

আরও পড়ুন-'হেরে গিয়েছে বিজেপি, তাই নিগ্রহ বিরোধীদের', কেজরিওয়ালকে চড় প্রসঙ্গে তীব্র নিন্দা করে টুইট মমতার

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কংগ্রেস একটি পরিসংখ্যান প্রকাশ করে। সেখান দাবি করা হয় ২০০৪-২০১৪ সাল পর্যন্ত মনমোহন সিংয়ের আমলে মোট ৬টি সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে। এরকম গোপন অভিযানকে নিয়ে কখনও রাজনীতি করেনি কংগ্রেস। এদিন প্রাক্তন জেনারেল হুড়া বলেন, সেনাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। এরকম করা হলে সেনার মতো একটি প্রতিষ্ঠানের সুদুরপ্রসারি ক্ষতি হয়ে যাবে।

.