আদালতের রায়ে জোর ধাক্কা, নির্বাচনে লড়তে পারবেন না হার্দিক প্যাটেল

২০১৫ সালে মেহসেনার একটি সংঘর্ষের ঘটনায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন হার্দিক প্যাটেল

Updated By: Mar 29, 2019, 04:57 PM IST
আদালতের রায়ে জোর ধাক্কা, নির্বাচনে লড়তে পারবেন না হার্দিক প্যাটেল

নিজস্ব প্রতিবেদন: প্রথমবার লোকসভা নির্বাচনে লড়াইয়ে নামার আগেই জোর ধাক্কা খেলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া হার্দিক প্যাটেলের। এতে বাধা হয়ে দাঁড়িয়েছে গুজরাট হাইকোর্টের একটি রায়।

আরও পড়ুন-পাঁচ বছরে মাত্র ২৯ দিন সংসদে ছিলেন দেব, প্রশ্ন করেছেন তিনটি

গুজরাটে পতিদার আন্দোলনের মুখ হার্দিক প্যাটেল ইতিমধ্যেই রাজ্যে তো বটেই রাজ্যের বাইরে কানহাইয়া কুমারের হয়েও প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ রায় দিল গুজরাট হাইকোর্ট।

২০১৫ সালে মেহসেনার একটি সংঘর্ষের ঘটনায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন হার্দিক প্যাটেল। সেই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন হার্দিক। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ার কারণে তিনি আর ভোটে লড়াই করতে পারবেন না।

আরও পড়ুন- বাংলায় ২৩টি আসনে পদ্ম, 'মমতাদিদি'কে আরও একবার চ্যালেঞ্জ অমিত শাহর

হাইকোর্টের বিচারপতি উরাইজি বলেন, ১৭টি এফআইআর রয়েছে হার্দিকের বিরুদ্ধে। এনিয়ে এখনও কোনও পদক্ষেপ করেনি আদালত।

২০১৫ সালে সংরক্ষণের দাবিতে আন্দোলনের সময় বিসনাগরে একটি হাঙ্গামায় জড়িয়ে পড়ে হার্দিক প্যাটেলের সংগঠন। সেই ঘটনায় হার্দিকের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ২০১৮ সালে হার্দিক প্যাটেলকে ২ বছর কারাদন্ডের সাজা দেয় আাদালত।

.