দলিত হওয়ার কারণেই আডবাণীর পরিবর্তে কেবিন্দকে রাষ্ট্রপতি করা হয়, দাবি গেহলটের

গেহলট আরও বলেন, দেশের মানুষ ভেবেছিলেন লালকৃষ্ণ আডবাণীকেই রাষ্ট্রপতি করা হবে

Updated By: Apr 17, 2019, 05:03 PM IST
দলিত হওয়ার কারণেই আডবাণীর পরিবর্তে কেবিন্দকে রাষ্ট্রপতি করা হয়, দাবি গেহলটের

নিজস্ব প্রতিবেদন: গুজরাট বিধানসভা নির্বাচনে জাতপাতের সমীকরণের কথা মাথায় রেখেই রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করা হয়। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার একদিন আগে এমনটাই দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

আরও পড়ুন-বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বীরভূম, আহত বহু

বুধবার সাংবাদিকদের গেহলট বলেন, ২০১৭ সালের গুজরাট বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই রামনাথ কেবিন্দকে রাষ্ট্রপতি করা হয়। একটি প্রতিবেদনে পড়ছিলাম নরেন্দ্র মোদী রাজ্য বিধানসভা নির্বাচন নিয়ে চিন্তায় ছিলেন। তাঁর আশঙ্কা ছিল বিজেপি হয়তো সরকার গঠন করতে পারবে না। ওই আশঙ্কা থেকেই অমিত শাহের পরামর্শে রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করা হয়।

গেহলট আরও বলেন, দেশের মানুষ ভেবেছিলেন লালকৃষ্ণ আডবাণীকেই রাষ্ট্রপতি করা হবে। আর জাতপাতের কথা মাথায় রাখতে গিয়েই আডবানিকে সেই সম্মান থেকে বঞ্চিত করা হয়। এটা একেবারে বিজেপির নিজস্ব বিষয়। তবে আমি এই বিষয়টি তুলছি কারণ এরকমটাই ওই প্রতিবেদনে পড়ছিলাম।

আরও পড়ুন-'বাংলাদেশি ভোটার এনে ভোটে জেতার ছক কষছে তৃণমূল!'  

প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাইয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন রামনাথ কোবিন্দ। গেহলটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও মন্তব্য করেন দলিত নেতা হওয়ার কারণেই কোবিন্দকে রাষ্ট্রপতি করা হয়েছে।

.