ভোট দিয়ে বেরিয়েই চিত্র সাংবাদিককে বেধড়ক মার তেজপ্রতাপের দেহরক্ষীদের, দেখুন ভিডিয়ো
তেজপ্রতাপ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই ক্যামেরাম্যানের বিরুদ্ধে এফআইআর করেছি। আমাকে খুন করার জন্য চক্রান্ত করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদন: ভোটের দিন ফের বিতর্কে জড়ালেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব। গাড়ির কাচ ভেঙে যাওয়ায় তুলকালাম করলেন তেজপ্রতাপের নিরাপত্তারক্ষীরা।
আরও পড়ুন-ডায়মন্ডহারবারে বাইক বাহিনীর হামলা, চুরমার বিজেপি প্রার্থী নিলাঞ্জন রায়ের গাড়ি
পাটলিপুত্র লোকসভা আসনের ভোটার তেজপ্রতাপ যাদব। রবিবার তিনি ভোট দিতে গিয়েছিলেন পাটনার ভেটেনারি কলেজে। সেখান থেকে বেরিয়ে দেখেন তার গাড়ির সামনের কাচ ভাঙা। তেজপ্রতাপের অভিযোগ, ওই কাজ করেছেন এক ক্যামেরাম্যান। ব্যাস! তাঁর ওপরে ঝাঁপিয়ে পড়েন তার নিরাপত্তারক্ষীরা।
#WATCH Tej Pratap Yadav's personal security guards in Patna beat a camera person after he allegedly broke the windscreen of Yadav's car. Tej Pratap Yadav was leaving after casting his vote. Yadav has filed an FIR in the incident. #Bihar pic.twitter.com/u1KzKDCGBG
— ANI (@ANI) May 19, 2019
Tej Pratap Yadav in Patna, Bihar: My bouncers have not done anything. I was leaving after casting my vote when a photographer hit the windscreen of my car. I have filed an FIR in the incident. A conspiracy is being hatched to kill me. pic.twitter.com/60BAIbCxtB
— ANI (@ANI) May 19, 2019
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, তেজপ্রতাপ এসেছিলেন একটি ই-রিক্সায় চড়ে। সেটি এক ক্যামেরাম্য়ামের পায়ের ওপর দিয়ে চলে যায়। তারপরেই গোলমাল বাধে। প্রসঙ্গত কীভাবে ওই ই-রিক্সার সামনের কাচ ভাঙল তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন-তিলজলায় প্রবল বিক্ষোভের মুখে রাহুল সিনহা, ইটের ঘায়ে মাথা ফাটল ২ বিজেপি কর্মীর
তেজপ্রতাপ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই ক্যামেরাম্যান আমার গাড়ির কাচ ভেঙে দেন। এর জন্য ওই ক্যামেরাম্যানের বিরুদ্ধে এফআইআর করেছি। আমাকে খুন করার জন্য চক্রান্ত করা হচ্ছে।