লোকপাল বিল পাসে খুশি সিপিআইএম, কেন্দ্রীয় প্রকল্পগুলিকেও লোকপালের আওতায় আনার দাবি
The CPI-M on Tuesday said that corporate sector should be brought under the ambit of Lokpal in relation to government projects it undertakes. Participating in a debate in the Rajya Sabha, party leader Sitaram Yechury said the bill was seeking to tackle the "demand side" of corruption but not the "supply side".
প্রায় সব রাজনৈতিক দল সমর্থন করায় লোকপাল বিল পাস এখন শুধু সময়ের অপেক্ষা। ৪৬ বছর পর দেশে এধরনের আইন লাগু হতে চলায় খুশি সিপিআইএম। সরকারে দুর্নীতিগ্রস্ত দফতরগুলিকে লোকপালের আওতায় আনার দাবি জানাল সিপিআইএম।
রাজ্যসভার বিতর্কে অংশ নিয়ে সীতারাম ইয়েচুরি বলেন, "দুর্নীতির কেন্দ্রে গিয়ে আঘাত হানতে হবে।" তবেই ভারতীয় শাসন ব্যবস্থা থেকে দুর্নীতির বিষ নির্মূল করা যাবে বলে দাবি করেন ইয়েচুরি।
কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতেও দুর্নীতি ঢুকেছে। তাই পি পি পি মডেলে যে সকল প্রকল্পের কাজ চলছে, সেগুলিকেও লোকপালের আওতায় আনার দাবি জানান সিপিআইএম নেতা।