শেষবেলায় সতপালকে নামিয়ে গোর্খা আবেগে শান দিতে চলেছে বিজেপি

মঙ্গলবার দার্জিলিঙের শিমূলবাড়িতে সভা করবেন সত্পাল মহারাজ। 

Updated By: Apr 15, 2019, 10:23 PM IST
শেষবেলায় সতপালকে নামিয়ে গোর্খা আবেগে শান দিতে চলেছে বিজেপি

কমলিকা সেনগুপ্ত 

দার্জিলিঙের প্রার্থী হওয়ার কথা ছিল তাঁর। তবে তা আর হয়নি। সেই আধ্যাত্মিকগুরু সত্পাল সিং মহারাজ মঙ্গলবার আসছেন দার্জিলিঙে বিজেপির প্রচারে। উত্তরাখণ্ডের এই বিজেপি নেতা নেপালিদের মধ্যে বেশ জনপ্রিয়। তাঁর উদ্যোগেই নেপালি ভাষা পায় সাংবিধানিক স্বীকৃতি। 

মঙ্গলবার দার্জিলিঙের শিমূলবাড়িতে সভা করবেন সত্পাল মহারাজ। উত্তরাখণ্ডে বিজেপির মন্ত্রী তিনি। গোর্খাদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা রয়েছেন। নয়ের দশকে নেপালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত পদযাত্রা করেছিলেন সতপাল মহারাজ। তারপরই নেপালি ভাষা স্বীকৃতি পায়। শুধু তাই নয়, পৃথক রাজ্য উত্তরাখণ্ড গঠনেও বড় অবদান রয়েছে সতপাল মহারাজের।

গোর্খাদের মধ্যে এই ধর্মীয় নেতার জনপ্রিয়তার কথা মাথায় রেখে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। তবে শেষপর্যন্ত গোর্খা জনমুক্তি মোর্চা ও জেএনএলএফ সমর্থিত রাজু বিস্তকে প্রার্থী করে গেরুয়া শিবির। 

আরও পড়ুন- বাংলাদেশের মুক্তি সংগ্রামে আমাদের অবদান ছিল, ফিরদৌসের প্রচারে সাফাই মদনের

.