কী ঘটেছিল সেই দিন? ফিরে দেখা ১২ মার্চ, ১৯৯৩

ইয়াকুব মেমনের ফাঁসি উসকে দিয়েছে ২২ বছর আগের সেই দিনটার স্মৃতি। ভারতের মাটিতে প্রথম আরডিএক্স বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ২৫৭ জন। আহত হন ৭০০ জন। ফিরে দেখা যাক সেই

Updated By: Jul 30, 2015, 07:48 PM IST
কী ঘটেছিল সেই দিন? ফিরে দেখা ১২ মার্চ, ১৯৯৩

ওয়েব ডেস্ক: ইয়াকুব মেমনের ফাঁসি উসকে দিয়েছে ২২ বছর আগের সেই দিনটার স্মৃতি। ভারতের মাটিতে প্রথম আরডিএক্স বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ২৫৭ জন। আহত হন ৭০০ জন। ফিরে দেখা যাক সেই

দিনটাকে-

দুপুর ১টা ৩০-প্রথম বিস্ফোরণে কেঁপে উঠেছিল বম্বে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের বেসমেন্ট, মৃত ৮৪, আহত ২১৭

দুপুর ২টো ১৫-নারসি নাথা স্ট্রিট, কাথা বাজার, মৃত ৪, আহত ১৬

দুপুর ২টো ৩০-শিব সেনা ভবন লাগোয়া পেট্রোল পাম্প, মৃত ৪, আহত ৫০

দুপুর ২টো ৩৩-নারিম্যান পয়েন্ট, এয়ার ইন্ডিয়া বিল্ডিং, মৃত ২০, আহত ৮৭

দুপুর ২টো ৪৫-মাহিমের জেলে কলোনি, মৃত ৩, আহত ৬

দুপুর ২টো ৪৫-সেঞ্চুরি বাজার, ওরলি, মৃত ১১৩, আহত ২২৭

দুপুর ৩টে ৫-জাভেরি বাজার, মৃত ১৭, আহত ৫৭

দুপুর ৩টে ১০-বান্দ্রার হোটেল সি রক

দুপুর ৩টে ১৩-দাদারের প্লাজা সিনেমা, মৃত ১০, আহত ৩৭

দুপুর ৩টে ২০-হোটেল জুহু, আহত ৩

দুপুর ৩টে ৩০-সাহার বিমানবন্দরের কাছে

দুপুর ৩টে ৪০-হোটেল এয়ারপোর্ট, মৃত ২, আহত ৮

.