“ভালবাসারই জয় হবে” মোদীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কটাক্ষ রাহুল গান্ধীর

ভোট দেওয়ার পর সাংবাদিকদের রাহুল বলেন, “এ বারে নির্বাচনে চারটি ইস্যু রয়েছে। সাধারণ মানুষের ইস্যু। তার মধ্যে অন্যতম ইস্যু হল বেকারত্ব।

Updated By: May 12, 2019, 02:17 PM IST
“ভালবাসারই জয় হবে” মোদীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কটাক্ষ রাহুল গান্ধীর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভালবাসা দিয়েই জিততে চান নির্বাচন! গতকালও রাহুল গান্ধী এমনটাই বলেছিলেন। আজ ভোট দিয়ে ফের রাহুলের দাবি, নরেন্দ্র মোদীর ঘৃণার লড়াইয়ে ভালবাসা তাঁর হাতিয়ার। বলেন, “আমি মনে করি ভালবাসারই জয় হবে। মানুষ আমাদের মালিক। তাঁদের সিদ্ধান্তই মাথা পেতে নেব।” এ দিন কড়া নিরাপত্তায় ঔরঙ্গজেব লেনের একটি বুথে ভোট দেন রাহুল। তাঁর বাড়ি ১২ নম্বর তুঘলক লেনের অদূরেই ওই ভোট কেন্দ্র। এ দিন রাহুলের সঙ্গে ছিলেন নিউ দিল্লি লোকসভা কেন্দ্রের প্রার্থী অজয় মাকেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের রাহুল বলেন, “এ বারে নির্বাচনে চারটি ইস্যু রয়েছে। সাধারণ মানুষের ইস্যু। তার মধ্যে অন্যতম ইস্যু হল বেকারত্ব। কৃষক সমস্যা, নোটবন্দি, গব্বর সিং ট্যাক্স (জিএসটি), রাফাল দুর্নীত-ও এবারের নির্বাচনে মোদ্দা বিষয়।” দিল্লিতে কার্যত ত্রিমুখী লড়াই হতে চলেছে। কংগ্রেস ও আম আদমি পার্টির জোট হওয়ার ক্ষেত্র তৈরি হলেও শেষমেশ ভেস্তে যায়। কংগ্রেসেও ৭ আসনে প্রার্থী দিয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়ছে।

আরও পড়ুন- চাকরি জীবনে অখুশি, স্বেচ্ছামৃত্যুর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ যুবক

উল্লেখ্য, গতকাল এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাত্কারে রাহুল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তাঁকে ঘৃণার চোখে দেখেন। তবে, তাঁর মনে ভালবাসা তিনি ঢুকিয়েই ছাড়বেন। এমনকি রাহুলের এ দিন দাবি, যদি আরএসএস কর্মীরাও আক্রন্ত হন, তাঁদের সাহায্য করতে তিনি পিছুপা হবেন না। ভালবাসা দিয়ে সবার মন জয় করবেন বলে প্রতিশ্রুতি দেন রাহুল।  

.