নোট বাতিলের জেরে সুদের হার কমল ফিক্সড ডিপোজিটে
নোট বাতিলের জের এবার ফিক্সড ডিপোজিটের সুদে। সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল একাধিক ব্যাঙ্ক। সুদের হার কমছে এক শতাংশ পর্যন্ত। দশমিক ২৫ শতাংশ পর্যন্ত সুদ কমিয়েছে ICICI, HDFC ব্যাঙ্ক। স্বল্প মেয়াদী FD-তে ১% সুদ কমিয়েছে UBI। অন্যদিকে কানাড়া ব্যাঙ্কও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। প্রচুর পরিমাণ টাকা জমার জেরেই এই সিদ্ধান্ত নিল একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক।
ওয়েব ডেস্ক: নোট বাতিলের জের এবার ফিক্সড ডিপোজিটের সুদে। সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল একাধিক ব্যাঙ্ক। সুদের হার কমছে এক শতাংশ পর্যন্ত। দশমিক ২৫ শতাংশ পর্যন্ত সুদ কমিয়েছে ICICI, HDFC ব্যাঙ্ক। স্বল্প মেয়াদী FD-তে ১% সুদ কমিয়েছে UBI। অন্যদিকে কানাড়া ব্যাঙ্কও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। প্রচুর পরিমাণ টাকা জমার জেরেই এই সিদ্ধান্ত নিল একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক।
নতুন ২০০০ টাকার নোটের শক্তি পরীক্ষা
সবকটি ব্যাঙ্কের তরফে এখনও সুস্পষ্টভাবে সুদের হার সম্পর্কে বিশদে জানানো হয়নি। তবুও মনে করা হচ্ছে সব ব্যাঙ্কগুলিই এই পথে হাঁটবে। তবে গ্রাহকদের মধ্যে ব্যাঙ্কের এই পদক্ষেপ ঠিক কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করবে তা বোঝা যাবে কয়েক দিনের মধ্যেই।