হায়দরাবাদের বস্তিতে আগুন, মৃত ৭

হায়দরাবাদের ১০ কিলোমিটার দূরে কাছে রঙ্গ রেড্ডি জেলার গুন্ডলা পোচামপল্লী গ্রামে স্থানীয় নির্মাণ প্রকল্পে কর্মরত শ্রমিকদের অস্থায়ী বস্তিতে আগুন লেগে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন শিশু ও ২ জন মহিলা।

Updated By: Feb 18, 2012, 07:00 PM IST

হায়দরাবাদের ১০ কিলোমিটার দূরে কাছে রঙ্গ রেড্ডি জেলার গুন্ডলা পোচামপল্লী গ্রামে স্থানীয় নির্মাণ প্রকল্পে কর্মরত শ্রমিকদের অস্থায়ী বস্তিতে আগুন লেগে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন শিশু ও ২ জন মহিলা।
একটি ঝুপড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়ায় বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিস। আগুন দ্রুত ছড়িয়ে পরে প্রায় ১০০ টি ঝুপড়িতে। শনিবার দুপুর ১টায় ঘটনাটি ঘটে বলে পুলিস জানিয়েছে।
সাইবারাবাদের পুলিস কমিশন, দ্বারকা তিরুমালা রাও ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি জানান, বস্তিটিতে স্থানীয় জেলা সহ বিহার, উত্তর প্রদেশ ও অন্যান্য রাজ্য থেকে আসা নির্মাণকর্মীরা থাকতেন। গত ৪ মাস যাবৎ এক একর অঞ্চলে ৪০০ টি পরিবার এই ক্যাম্পে থাকতে শুরু করেন।
ঘটনার সময় বেশিরভাগ বাসিন্দা কাজে গিয়েছিলেন।
অন্ধ্র প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবিতা ইন্দ্রা রেড্ডি জানিয়েছেন ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও পূনর্বাসনের দায়িত্ব নেবে সরকার।

.