কট্টরপন্থীদের হুমকিতে নিজের উপন্যাস তুলে নিতে বাধ্য হলেন মালায়লম লেখক
কেরলের এই লেখকের উপন্যাস ‘মীশা’ ধারাবহিক আকারে প্রকাশিত হচ্ছিল সাপ্তাহিক মাত্রুভূমি-তে
নিজস্ব প্রতিবেদন: হুমকির মুখে পড়ে নিজের উপন্যাস প্রকাশ বন্ধ করে দিলেন মালায়লাম লেখক এস হরিশ। কেরলের সাহিত্য অ্যাকাডেমি প্রাপ্ত এই লেখকের উপন্যাস ‘মীশা’ ধারাবহিক আকারে প্রকাশিত হচ্ছিল সাপ্তাহিক মাত্রুভূমি-তে।
আরও পড়ুন-জিএসটি থেকে মুক্ত স্যানিটারি ন্যাপকিন
মাত্রুভূমি-র সম্পাদক কমল রাম সজীভ শনিবার ট্যুইট করে জানিয়েছেন, ‘এস হরিশ তাঁর উপন্যাস মীশা প্রকাশ বন্ধ করে দিলেন। কেরলের সাহিত্যের ইতিহাসে এটি একটি কালো দিন। আরও অন্ধকার দিন আসছে।’ সংবাদ মাধ্যমে কমল রাম জানিয়েছেন, হরিশ চিঠি লিখে জানিয়েছেন তিনি তাঁর ওই উপন্যাস আর প্রকাশ করাতে চান না। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-১৯-এর ব্রিগেড থেকেই হবে দিল্লি দখল : মমতা
উল্লেখ্য, ইতিমধ্যেই হরিশের ওই উপন্যাসের ৩টি অংশ প্রকাশিত হয়েছে। এর মধ্যেই তাঁর কাছে হুমকি আসতে শুরু করেছে। সম্প্রতি হিন্দু আইকা ভেদি নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন কোচিতে এক প্রদর্শনীতে মাত্রভূমির স্টলে হামলা করে। ফলে কোনও কোনও মহল থেকে সন্দেহ ওই সংগঠনটিই এর পেছনে থাকতে পারে। একটি কট্টরপন্থী সংগঠন দাবি করেছে, উপন্যাসে মন্দিরে যাওয়া মহিলাদের খারাপভাবে দেখানো হয়েছে।