ভোটের আগে গ্রেফতার কেএলও-এর শীর্ষ নেতা মালখান সিং

ভোটের আগেই গ্রেফতার কেএলওর শীর্ষ নেতা মালখান সিং। মোবাইলের সূত্রে ধরে গতকাল গভীর রাতে যৌথ অভিযান চালায় মালদার হবিবপুর ও বামনগোলা থানার পুলিস।

Updated By: Apr 13, 2014, 09:15 AM IST

ভোটের আগেই গ্রেফতার কেএলওর শীর্ষ নেতা মালখান সিং। মোবাইলের সূত্রে ধরে গতকাল গভীর রাতে যৌথ অভিযান চালায় মালদার হবিবপুর ও বামনগোলা থানার পুলিস।

কয়েকদিন আগেই গ্রেফতার হয় মালখান সিংয়ের ডান হাত নবানু বর্মন এবং কুমুদ মণ্ডল। মনে করা হচ্ছে, তাঁদের জেরাতেই মালখান সিংয়ের এই মোবাইল নম্বরটির হদিশ পায় পুলিস। তারপর মোবাইলের টাওয়ারের সূত্র ধরে গ্রেফতার হয় কেএলও শীর্ষনেতা। আজ তাকে আদালতে পেশ করা হবে। ধৃত কেএলও নেতার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, নগদ চল্লিশ হাজার টাকা ও পঁচাশিহাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। কিছুদিন আগে মালদায় গাজোলে নাগালে পেয়েও ধরা যায়নি কেএলও নেতা মালখান সিংকে। এর আগেও বেশ কয়েকবার হাতছাড়া হয়েছে কেএলও শীর্ষ নেতা। অবশেষে ভোটের আগে ধরা পড়ল মালখান সিং। নেপাল পুলিসের সাহায্যে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কেএলওর আরেক শীর্ষ নেতা টম অধিকারীকে। মনে করা হচ্ছে, টম অধিকারী, মালখানের সিংয়ের গ্রেফতারের জেরে অনেকটাই কমল কেএলওর শক্তি।

.