'খেলা হবে' গান লিখে দিন, Javed-কে অনুরোধ Mamata-র; বাংলার পরির্বতন দেশে, সওয়াল কবির

দেশে পরিবর্তন আসা উচিত বলে আমি মনে করি, মমতার পাশে দাঁড়িয়ে বললেন জাভেদ আখতার (Javed Akhtar)।

Updated By: Jul 29, 2021, 10:30 PM IST
'খেলা হবে' গান লিখে দিন, Javed-কে অনুরোধ Mamata-র; বাংলার পরির্বতন দেশে, সওয়াল কবির

নিজস্ব প্রতিবেদন: দেশেও পরিবর্তন চাই। মমতার (Mamata Banerjee) পাশে দাঁড়িয়ে বললেন বিশিষ্ট কবি ও গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। বিধানসভা নির্বাচনে জনপ্রিয় স্লোগান 'খেলা হবে' নিয়ে গান লিখে দিতে জাভেদকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তাতে ঘাড় নেড়ে সায় দেন জাভেদ।        

বৃহস্পতিবার মমতার সঙ্গে বৈঠক করেন জাভেদ আখতার ও শাবানা আজমি। মোদী সরকারের বিরুদ্ধে সরব তাঁরা। স্বাভাবিকভাবে এই বৈঠককে ঘিরে জল্পনা ছড়ায় দিল্লির রাজনীতিতে। বেরিয়ে এসে জাভেদ (Javed Akhtar) বলেন,'আমরা এখানে অভিনন্দন জানাতে এসেছিলাম। শিল্পীদের স্বত্ত্ব সংক্রান্ত বিল সংশোধনে মমতা সহায়তা করেছিলেন। পরে তা আইনে পরিণত হয়। আজ সঙ্গীতকাররা, কবি ও গীতিকাররা স্বত্ত্ব থেকে যে অর্থ পান, তা কোনওদিন চোখেই দেখেননি। আমি ওঁর কাছে কৃতজ্ঞ।'

একুশের ভোটে বুদ্ধিজীবী ও সুশীল সমাজ দাঁড়িয়েছিল মমতার (Mamata Banerjee) পাশে। দেশের ক্ষেত্রেও কি তাই হবে? রাখঢাক না রেখেই জাভেদ (Javed Akhtar) জানান,'সবার কথা বলতে পারব না। তবে দেশে পরিবর্তন আসা উচিত বলে আমি মনে করি। আজকাল বড্ড মেরুকরণ, উগ্র মন্তব্য ও হিংসা দেখছি। এই শহরেই তো দাঙ্গা হয়েছিল কয়েক দিন আগে। দিল্লিতেই দাঙ্গা হলে বাকি দেশের কি হাল! এসব বন্ধ হওয়া উচিত।'

'খেলা হবে' স্লোগান দিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছেন মমতা (Mamata Banerjee)। লোকসভা ভোটের আগেও কি 'খেলা হবে' স্লোগান উঠবে দেশজুড়ে? প্রখ্যাত কবি বলেন,'এখনও প্রমাণ চাইছেন নাকি? মুখে মুখে ফিরছে খেলা হবে।' তখনই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা অনুরোধ করেন,'খেলা হবে দিয়ে একটা গান তৈরি করে দিতে হবে।' 'বিলকুল', সায় দেন জাভেদপত্নী। জাভেদের সম্মতিসূচক মন্তব্য, 'খেলা হবে।'

মোদী বিরোধী জোট গঠনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। দিল্লিতে গিয়ে তৎপরও হয়ে উঠেছেন। 'বাংলা মডেল' অর্থাৎ মমতার নেতৃত্বেই কি পরিবর্তন? জাভেদের (Javed Akhtar) জবাব, 'ওঁর সঙ্গে যতখানি আলোচনা হয়েছে। তাতে মনে হয়েছে উনি পরিবর্তন চান। যা বাংলায় করেছেন, সেটাই দেশের ক্ষেত্রে চান। নেতৃত্বদান ওঁর অগ্রাধিকার নয়। পরিবর্তন হওয়া উচিত। নেতৃত্ব পরের কথা। কী ভারত দেখতে চাই সেটাই বড় ব্যাপার। গণতন্ত্রকে আরও ভালো করতে হবে। গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া।'   

আরও পড়ুন-  বাংলায় ইলেকট্রিক বাস, অটোর কারখানা করুন, Nitin-কে বললেন Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.