অসমের মাটিতেও পরিবর্তনের ডাক মমতার

ত্রিপুরার পর অসমেও পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে নিশানা করেছেন প্রধানমন্ত্রীকেও। তাঁর বক্তব্যে উঠে এসেছে বিজেপি বিরোধিতার কথাও।

Updated By: Feb 26, 2014, 06:38 PM IST

ত্রিপুরার পর অসমেও পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে নিশানা করেছেন প্রধানমন্ত্রীকেও। তাঁর বক্তব্যে উঠে এসেছে বিজেপি বিরোধিতার কথাও।

ত্রিপুরায় গিয়ে বলেছিলেন পরিবর্তন চাই। অসমে গিয়েও পরিবর্তনের ডাক দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুয়াহাটির জনসভা থেকে কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেস এবং ইউপিএ সরকারকে আক্রমণ করতে গিয়ে নিশানা করেছেন প্রধানমন্ত্রীকেও। গুয়াহাটির জনসভায় কংগ্রেস এবং কেন্দ্রীয় সরকারকে লাগাতার তুলোধোনা করেছেন। মাঝেমধ্যে এসেছে বিজেপির প্রসঙ্গও।

বিহু উৎসব থেকে ভূপেন হাজারিকার গান, অসমবাসীর মন পেতে সব প্রসঙ্গই উঠে এসেছে তৃণমূলনেত্রীর বক্তব্যে। সভা শেষ করেছেন ধনধান্যে পুষ্পে ভরা গান দিয়ে। জানিয়েছেন, এরপর অন্না হাজারেও প্রচার চালাবেন অসমে। সব মিলিয়ে লোকসভা ভোটে ব্রহ্মপুত্রের পাড়ে জোড়া ফুল ফোটানোর চেষ্টায় ত্রুটি রাখছে না তৃণমূল।

.