শুরু হল মোদী-মমতা বৈঠক, সাক্ষাতেই হলুদ গোলাপে বন্ধুত্বের বার্তা মমতার

গোলাপের শুভেচ্ছা গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

Updated By: Sep 18, 2019, 05:15 PM IST
শুরু হল মোদী-মমতা বৈঠক, সাক্ষাতেই হলুদ গোলাপে বন্ধুত্বের বার্তা মমতার

নিজস্ব প্রতিবেদন : মোদীর বাসভবনে মমতা। শুরু হল প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। বিকেল সাড়ে ৪টে নাগাদ ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মোদীর হাতে একথোকা হলুদ গোলাপ তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা শুভেচ্ছা জানাতে দেখা যায় প্রধানমন্ত্রীকেও।

লোকসভা ভোটের প্রচারে পরস্পরকে লক্ষ্য করে শানিয়েছিলেন বাক্যবাণ। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেননি। ভোটের পর প্রধানমন্ত্রীর শপথগ্রহণে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। এড়িয়ে গিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকও। অবশেষে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকালের বিমানে দিল্লি উড়ে যান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে আজ বিকেল সাড়ে ৪টেয় মোদীর সঙ্গে বৈঠকের জন্য সময় চূড়ান্ত করা হয়।

.