বাঘের খাঁচায় ঝাঁপ যুবকের

পুনের রাজীব গান্ধী জুওলজিক্যাল পার্কে বাঘেদের জন্য ঘেরা স্থানে ঝাঁপ দিলেন বছর ২৫-এর এক যুবক। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীরা অক্ষত অবস্থাতেই উদ্ধার করেছেন।

Updated By: Nov 26, 2016, 08:50 PM IST
বাঘের খাঁচায় ঝাঁপ যুবকের

ওয়েব ডেস্ক: পুনের রাজীব গান্ধী জুওলজিক্যাল পার্কে বাঘেদের জন্য ঘেরা স্থানে ঝাঁপ দিলেন বছর ২৫-এর এক যুবক। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীরা অক্ষত অবস্থাতেই উদ্ধার করেছেন।

চিড়িয়াখানার এক কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, বাঘেদের খুব কাছে চলে গিয়েছিলেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, বাঘেদের ছোঁয়ারও চেষ্টা করছিলেন। নিরাপত্তারক্ষীরা যদি আর এক মুহূর্তও দেরি করতেন, তাহলে আর ওই ব্যক্তিকে বাঘের মুখ থেকে ফেরানো যেত না। ওয়াংখেড়ে নামে ওই ব্যক্তিকে ভারতী বিদ্যাপিঠ থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেও জানা গিয়েছে।

.