৩ ঘরে চলে টিউবলাইট, পাখা, টিভি, প্রায় ৪ হাজার কোটির বিদ্যুৎ বিল দেখে দিশেহারা পরিবার
ওয়েব ডেস্ক : ঘরে চলে ৩টি পাখা, ৩টি টিউবলাইট এবং একটি টিভি। কিন্তু, তাতেই বিল এল প্রায় ৩৮ বিলিয়ন। অর্থাত প্রায় ৪ হাজার কোটি টাকা। আর ওই বিপুল অঙ্কের টাকা জমা করতে পারেননি জামশেদপুরের বাসিন্দা বি আর গুহ। ফলে, ওই ব্যক্তির বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ঝাড়খন্ড ইলেকট্রিসিটি বোর্ডl
দেখুন সেই বিল..
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি জামশেদপুরের বাসিন্দা বি আর গুহর বাড়িতে বিদ্যুৎ-এর বিল আসে। সেখানে দেখা যায়, বি আর গুহর নামে ৪ হাজার কোটি টাকার বিদ্যুৎ-এর বিল এসেছে। যা দেখে চোখ কপালে ওঠার জোগার ওই পরিবারের। কীভাবে এত বিল এল, তা বুঝে উঠতে পারেনি বি আর গুহ এবং তাঁর পরিবার। কিন্তু, বিষয়টি জানাজানি হতেই, বি আর গুহকে সাহায্যের জন্য এগিয়ে আসেন প্রতিবেশীরা।
বি আর গুহ-র কথায়, তাঁদের বাড়িতে ৩টি ঘর রয়েছে। যেখানে ৩টি পাখা, ৩টি টিউবলাইট এবং একটি টিভি চলে। এবং, তার জেরেই কীভাবে ওই বিপুল অঙ্কের বিদ্যুত বিল এল, তা নিয়ে উঠছে প্রশ্ন। বি আর গুহ’র মেয়ে রত্না বলেন, ‘বিদ্যুৎ-এর যে বিল এসেছে, তা দেখে আমরা চমকে উঠেছি। আমার মা ডায়াবিটিজের রোগী। বাবার ব্লাড প্রেসার রয়েছে। কী করব বুঝে উঠতে পারছি না।‘
তবে গুহ পরিবারের ওই সমস্যার কথা শুনে, তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রতিবেশীরাই।