মন্দিরে পশুবলি দিতে গিয়ে যুবকের গলায় ধারাল অস্ত্রের কোপ! অন্ধ্রপ্রদেশের ঘটনায় শোরগোল
প্রত্যেক বছর সংক্রান্তির সময় একই ভাবে পশু বলি হয় য়েল্লম্মা মন্দিরে। পুলিসের নাকের ডগায় এই কাজ হতে থাকলেও, অদ্ভূত ভাবে তাদের কাছেই কোনও খবর ছিল না এতদিন পর্যন্ত।
নিজস্ব প্রতিনিধি: মন্দিরে সংক্রান্তির(Sankranti) পুজোতে পশু বলি(Animal Sacrifice) দিতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) এই ভয়ঙ্কর ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিস। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।
জানা গেছে, অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার বলসাপল্লের(Valasapalle) য়েল্লম্মা মন্দিরে সংক্রান্তির পুজোকে কেন্দ্র করে চলছিল পশুবলি। সেই সময় অভিযুক্ত চেলাপথি, সুরেশ নামে এক যুবককে পশুটিকে ধরতে বলে। অভিযোগ, নেশার ঘোরে পশু বলির বদলে চেলাপথি ধারাল অস্ত্রের কোপ মারে সুরেশের গলায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সুরেশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন- Indore: বন্ধুদের নিয়ে দিনের পর দিন স্ত্রীকে গণধর্ষণ-ন্যুড পার্টি, গ্রেফতার স্বামী
প্রত্যেক বছর সংক্রান্তির সময় একই ভাবে পশু বলি হয় য়েল্লম্মা মন্দিরে। পুলিসের নাকের ডগায় এই কাজ হতে থাকলেও, অদ্ভূত ভাবে তাদের কাছেই কোনও খবর ছিল না এতদিন পর্যন্ত। অবশেষে এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিস প্রশাসন। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলছেন তাঁরা।
আরও পড়ুন- Republic Day Parade: প্রজাতন্ত্র দিবসে প্যারেডের সময় পরিবর্তন, ৭৫ বছরের ইতিহাসে এই প্রথমবার
এই ঘটনায় অভিযুক্তকে রেয়াত করা হবে না বলেই জানিয়েছেন, বলসাপল্লের পুলিস আধিকারিক। সেই সঙ্গে এই ঘটনার পিছনে আরও কেউ আছে কী না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।